SIR শেষে ভোটার তালিকা থেকে নাম বাদ বাদ পড়লে কী করবেন? জানুন কমিশনের নির্দেশ

Published on:

Published on:

Voter Verification Drive Under Election Commission SIR
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে শুরু হয়েছে ভোটার যাচাইয়ের জন্য শুরু হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR। ভারতের নির্বাচন কমিশনের (Election Commission) উদ্যোগে এই বিশেষ প্রক্রিয়াটি শুরু হয়েছে। এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হল ভোটার ভেরিফিকেশন এর মাধ্যমে দেশে ভোটার তালিকা আরও নিখুঁত করা। ইতিমধ্যেই প্রথম দফায় বিহারে শেষ হয়েছে SIR-এর কাজ। আর দ্বিতীয় দফায় দেশের ৯টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে এই প্রক্রিয়া।

কতজন ভোটারের নাম বাদ গিয়েছে বিহারে?

বিহারে SIR-এর ফলে প্রায় ৪৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বলে জানিয়েছে প্রেস ইনফর্মেশন ব্যুরোর (পিআইবি)। ৩০ সেপ্টেম্বর প্রকাশিত বিবৃতিতে পিআইবি জানায়, ২০২৫ সালের ২৪ জুন পর্যন্ত বিহারের ভোটার তালিকায় ছিল ৭.৮৯ কোটি নাম। খসড়া তালিকা প্রকাশের আগে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়, ফলে ১ আগস্টের খসড়া তালিকায় ছিল ৭.২৪ কোটি ভোটার। পরে অযোগ্য ভোটার বাদ দিয়ে এবং নতুন যোগ্য ভোটার যুক্ত করে ৩০ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়ায় ৭.৪২ কোটিতে।

কী এই SIR?

SIR হল নির্বাচন কমিশনের (Election Commission) ভোটার যাচাই অভিযান। এর মূল উদ্দেশ্য ভোটার তালিকায় বৈধ নামগুলি যাচাই করে গরমিল দূর করা। এই নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ভোটার তালিকায় অযথা থাকা বা ভুল তথ্য মুছে ফেলা হয়, এবং নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়।

কীভাবে হবে এই যাচাই?

প্রথমে প্রতিটি বুথের বিএলও ভোটারদের বাড়ি গিয়ে পরিবারের সদস্য প্রতি দুটি করে এনুমারেশন ফর্ম দেবেন। ভোটারকে ফর্মে নিজের ভোটার আইডি সম্পর্কিত তথ্য পূরণ করতে হবে। একটি ফর্ম বিএলও নেবেন, আরেকটি ভোটারের কাছে থাকবে। দেশের বাইরে থাকা নাগরিকরা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন।

এই প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশন (Election Commission) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে এই তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। এই খসড়া তালিকায় নাম না থাকলে নাগরিককে বিএলও-র সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নথি জমা দিয়ে নাম তুলতে হবে। ৭ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা।

নাম বাদ পড়লে কী করবেন ?

যদি চূড়ান্ত তালিকায় কারও নাম বাদ পড়ে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। কমিশনের (Election Commission) নির্ধারিত ১১টি বৈধ নথির মধ্যে একটি থাকলেই পুনরায় নাম অন্তর্ভুক্ত করা সম্ভব। বৈধ নথি নিয়ে স্থানীয় বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন বা অনলাইনে আবেদন করা যাবে। তবে বৈধ কাগজপত্র থাকা বাধ্যতামূলক। SIR-এর তালিকায় কারও নাম বাদ পড়লে সেটা তাঁর নাগরিকত্ব নিয়ে কোনও প্রশ্ন তুলবে না। কারণ SIR নাগরিকত্ব যাচাই নয়, শুধুমাত্র ভোটার তালিকার পরিশোধন প্রক্রিয়া।

Voter Verification Drive Under Election Commission SIR

আরও পড়ুনঃ তৃণমূলের পতনের ইঙ্গিত? হুমায়ুন নতুন দল ঘোষণা করতেই ভবিষ্যদ্বাণী শুভেন্দুর

পিআইবি জানায়, সংবিধানের ৩২৬ ধারার আওতায় নির্বাচন কমিশন (Election Commission) নিশ্চিত করছে যেন “একজনও যোগ্য ভোটার বাদ না যান, এবং অযোগ্য কেউ ভোটার হিসেবে না থাকেন।” যদি কোনও যোগ্য ভোটারের নাম বাদ পড়ে, তিনি প্রার্থীদের মনোনয়ন জমার শেষ দিনের দশ দিন আগে পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এছাড়া অভিযোগ থাকলে ১৯৫০ সালের আইনের অধীনে প্রথমে জেলা নির্বাচন আধিকারিক এবং পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে প্রতিকার চাওয়া যাবে।