ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হল শীতলকুচির ১২৬ নং বুথে

বাংলা হান্ট ডেস্কঃ আজ সকাল থেকেই উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি এলাকা। দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া যায় সেখান থেকে। সাত সকালে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক ১৮ বছরের কিশোর আনন্দ বর্মণের মৃত্যু হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে। এরপর বেলা গড়াতেই কেন্দ্রীয় বাহিনীকে ৩০০ থেকে ৪০০ জন গ্রামবাসী ঘিরে ফেলে এবং তাঁদের থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। এরপর কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান চারজন তৃণমূল কর্মী।

এছাড়াও শীতলকুচির জোরপাটকির বুথের ভিতর থেকে এক মহিলাকে মারধর করে তাঁর দুধের শিশুকে কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও ঘণ্টা দুয়েক পর ওই মহিলা তাঁর শিশুকে খুঁজে পায়। মহিলার বাড়ি থেকে একটু দূরেই এক বাড়িতে ছিল ওই শিশুটি।

শীতলকুচিতে একের পর এক সংঘর্ষ এবং বিশৃঙ্খলার কারণে সেখানকার ১২৬ নম্বর বুথে বন্ধ করে দেওয়া হল ভোটগ্রহণ প্রক্রিয়া। বিকেল ৫টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।

এটাই প্রথম না যে, শীতলকুচিতে এমন ঘটনা ঘটল। এর আগে উনিশের লোকসভা নিরবাচনেও শীতলকুচি থেকে সংঘর্ষের ঘটনা সামনে এসেছিল। সেবার শীতলকুচিতে পুনরায় ভোটগ্রহণ হয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর