বাংলা হান্ট ডেস্ক : কোভিডের পর থেকেই রমরমিয়ে বেড়েছিল ওটিটির (OTT Platform) বাজার। সিনেমা (Cinema) হলে যেতে না পারলেও বিনোদনপ্রেমী মানুষেরা খুঁজে নিয়েছিল বিনোদনের বিকল্প উপায়। এমনকি আজ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার চেয়েও বেশি আকর্ষণ মানুষ ওয়েব সিরিজের (Web Series) মধ্যে খুঁজে নিয়েছে।
এর একটা বড় কারণ হিসেবে বৈচিত্র্যকে ধরা যেতে পারে। ওটিটির দৌলতে মানুষ ঘরে বসে বিভিন্ন দেশের বিভিন্ন ঘরানার কন্টেন্ট দেখার সুযোগ পাচ্ছে। সাবটাইটেলের দৌলতে ভাষাকেও আর বাধা বলে মনে হচ্ছেনা কারোর। তবে এতে সুবিধা যেমন আছে তেমন অসুবিধাও আছে প্রচুর। ওটিটিতে গালিগালাজ আপত্তিকর দৃশ্য ও অশ্লীলতা বাড়ছে দিনদিন।
সম্প্রতি এই বিষয়ে ডিজিটাল মিডিয়া কনটেন্ট রেগুলেটরি কাউন্সিল (ডিএমসিআরসি) ওটিটি প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করেছে এবং বলেছে যে অপ্রয়োজনীয় গালিগালাজ দেখানোর দরকার নেই। সৃজনশীলতার নামে অশ্লীলতা ও নোংরা ভাষার ব্যবহার বরদাস্ত করা যায় না। প্ল্যাটফর্মে অশ্লীল বিষয়বস্তু বৃদ্ধির অভিযোগের বিষয়ে সরকার আন্তরিক।
আরও পড়ুন : পুজোর আগেই দুঃসংবাদ! বড় ঘোষণা অনির্বানের, চোখে জল ভক্তদের
এমনকি এও বলা হয়েছে যে, এ বিষয়ে বিধিমালায় কোনো পরিবর্তনের প্রয়োজন হলে তার মন্ত্রণালয় তা থেকে পিছপা হবে না। প্রয়োজনে অশ্লীলতা ও আপত্তিকর জিনিসপত্র দেখানো বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থাপনাও নেওয়া হবে। এইদিন DMCRC সভাপতি মুকুল মুদগাল ওটিটি প্ল্যাটফর্মগুলিকে সীমা লঙ্ঘন যাতে না হয় সেই বিষয়ে সতর্ক করেছেন।
আরও পড়ুন : মেয়ের কৃতিত্বে গর্বিত বাবা, বড় চাকরিতে জয়েন করলেন সানা! সুখবর দিলেন খোদ সৌরভ
এইদিন তিনি বলেন, ‘OTT-তে যা দেখানো হয় তা সমাজে গভীর প্রভাব ফেলে, শিশু এবং বৃদ্ধ সহ লক্ষ লক্ষ মানুষ এটি দেখে, ভারতীয় সংস্কৃতির কথা মাথায় রেখে বিষয়বস্তু পরিবেশন করা উচিত। ভারতের মতো বৈচিত্র্যময় গণতন্ত্রে, এই প্ল্যাটফর্মগুলিরও দায়িত্ব রয়েছে, অনলাইন সামগ্রী দেখানোর ক্ষেত্রে সর্বোচ্চ যত্ন নেওয়া উচিত।’