পুজোর আগেই দুঃসংবাদ! বড় ঘোষণা অনির্বানের, চোখে জল ভক্তদের

বাংলা হান্ট ডেস্ক : আর কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত ‘দশম অবতার’ (Dawshom Awbotaar)। পাশাপাশি ওটিটি মাধ্যমে মুক্তি পেতে চলেছে ‘দুর্গরহস্য’। সেখানে আবার একবার ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করবেন অনির্বাণ। এতগুলো ভালো খবরের মধ্যে ভক্তদের জন্য একরাশ মন খারাপের খবর শেয়ার করলেন অনির্বান ভট্টাচার্য (Anirban Bhattacharya)।

গত বুধবারই, দুর্গরহস্যের প্রচারে সাংবাদিক সম্মেলনে বসেন সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার। সাক্ষাৎকারে সৃজিত বলেন, তিনি সেরা টিমকে নিয়েই ব্যোমকেশ তৈরি করতে চেয়েছিলেন। আর সেটাই তিনি পেয়েছেন। সৃজিতের কাছ থেকে লেটার মার্কস পেয়ে খুশিতে ডগমগ করে উঠলেন সোহিনী সরকার। তবে অনির্বাণ দিলেন দুঃখের খবর।

এইদিন ঐ স্টেজ থেকেই অনির্বাণ জানালেন যে, এবার ব্যোমকেশকে বিদায় দেওয়ার পালা। এই সিদ্ধান্তের পেছনে থাকা কারণটাও এইদিন খোলসা করলেন তিনি। অনির্বাণের কথায়, ‘দুর্গরহস্য করার পর আমার মনে হল যে আমার অভিনেতা হিসাবে কিছু সীমাবদ্ধতা আছে। সব অভিনেতারই তো কিছু সীমাবদ্ধতা থাকে, কল্পনা করার, এক্সপ্লোর করার সীমাবদ্ধতা। আমি দুর্গরহস্য নিয়ে ১৪টি গল্পে অভিনয় করলাম।’

আরও পড়ুন : প্রকাশ্যে ‘টাইগার থ্রী’র ট্রেলার, সলমনের অ্যাকশনকে ছাপিয়ে তোয়ালেতে বাজিমাত ক্যাটরিনার!

অভিনেতার সংযোজন, ‘আমি ভেবে দেখলাম যে আমার পুরো ব্যোমকেশ সমগ্র পড়া হয়ে গেছে। আমার মনে হল যে ব্যোমকেশ মানুষটার ভেতর থেকে নতুন কিছু তুলে আনা আমার পক্ষে সম্ভব নয়। তাই এখন এক অভিনেতাকে দরকার যে ব্যোমকেশের অচেনা দিক, অর্থাৎ যা এখনও দর্শক সাক্ষ্য করেনি সেরকম কারোর কাছে এই চরিত্রটি যাওয়া উচিত। আমার সীমাবদ্ধতায় ব্যোমকেশ হয়ে যা যা কিছু দর্শকের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, আমার মনে হয় তা আমি করেছি। আমার ভান্ডার শেষ’।

আরও পড়ুন : ‘আজ যে রাজা কাল সে ফকির’! পুজোর আগে নিঃস্ব ‘বাদাম কাকু’, কেমন আছেন ভুবন বাদ্যকর?

film companion import wp content uploads 2019 04 film companion somnath kundu lead image 1

তবে অনির্বাণ অভিনয় করছেননা মানে এমনটা নয় যে, ব্যোমকেশ আসবেনা। হয়ত অন্য কোনও অভিনেতা অভিনয় করবেন এই চরিত্রে। যদিও অনির্বাণ কাকে ব্যোমকেশ হিসেবে চান তা খোলসা করেননি। তবে তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিচালক সৃজিতও। উল্লেখ্য, এরপর অনির্বাণকে দেখা যাবে আরও বিভিন্ন ধরণের চরিত্রে।

 

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর