কোহলিকে স্লেজিং করা প্রসঙ্গে ক্লার্কের মন্তব্যের পাল্টা দিলেন ভিভিএস লক্ষ্মণ।

কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক দাবি করেছিলেন যে এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ভারতের সাথে খেলা হলে ভারতীয় ক্রিকেটারদের স্লেজিং করতে ভয় পান। তার একমাত্র কারণ ভারতীয় ক্রিকেটারদের চটালে তারা আইপিএল খেলার হাতছানি হারাবে এই ভয়। এবার প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ককে পাল্টা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। ক্লার্কের সমালোচনা করে ভিভিএস লক্ষ্মণ জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটারদের সাথে বন্ধুত্ব করে কখনোই কেউ আইপিএলে সুযোগ পায়না, আইপিএলে সুযোগ পাওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন হয়।

প্রাপ্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক জানিয়ে ছিলেন বিভিন্ন শরীরি ভাষায়, নানান রকম কথাবার্তার মাধ্যমে বিপক্ষ দলের ক্রিকেটারদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেটের দীর্ঘদিনের বৈশিষ্ট্য, এটাকে ক্রিকেটীয় ভাষায় স্লেজিং বলা হয়ে থাকে। এই পন্থা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে অজিরা। কিন্তু সম্প্রতি দেখা গিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলি যখন ব্যাটিং করতে নামেন তখন অজিরা সেই ভাবে স্লেজিং করেন না। এর কারণ হিসাবে ক্লার্ক জানিয়েছেন ভারতীয় ক্রিকেটারদের স্লেজিং করলে যদি আইপিএলের মোটা অঙ্কের কনন্ট্যাক্ট হাতছাড়া হয় সেই ভয়েই এখন অজিরা ভারতীয়দের স্লেজিং করে না।

205140951a6156fd35d67b6297362486be412e0409ee7e91c60e4e1e6811218c315fc88aa

ক্লার্কের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভিভিএস লক্ষ্মণ বলেছেন আইপিএলের নিলামে আমি দীর্ঘদিন ধরে রয়েছে, সেই অভিজ্ঞতা থেকেই বলছি ভারতীয় ক্রিকেটারদের সাথে ভালো ব্যবহার করলে কাউকে আইপিএলে সুযোগ দেওয়া হয় না। কোনো ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলি দেখে সেই ক্রিকেটার তার দলের জন্য কতটা উপযোগী, দলের জয়ে সেই ক্রিকেটার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। এছাড়াও সেই ক্রিকেটারের পরিসংখ্যান দেখেই তাকে দলে নেওয়া হয়। শুধুমাত্র ভালো ব্যবহার করলেই কেউ আইপিএলে সুযোগ পায় না।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর