বাংলা হান্ট নিউজ ডেস্ক: জল্পনা শোনা যাচ্ছিল কিন্তু অনেকেই সেটিকে মিথ্যা খবর ভাবছিলেন। বিসিসিআইয়ের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হল এবার যে করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এবং তিনি এশিয়া কাপে ভারতীয় দলের সঙ্গে বসা হবে কিনা সেই বিষয়ে তথ্য দিল বিসিসিআই। যতদিন না তার করোনা রিপোর্ট পজিটিভ আসছে ততদিন ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে দেওয়া হবে না তাকে।
দ্রাবিড়কে নিয়ে এই সমস্যার মধ্যে আবারও বিসিসিআইয়ের ভরসা হয়ে উঠলেন ভিভিএস লক্ষ্মণ। এর আগে দ্রাবিড়কে বিশ্রাম দেওয়ার জন্য তার বদলে ভিভিএস লক্ষ্মণকে জিম্বাবোয়ে সফরে কোচ হিসাবে পাঠানো হয়েছিল। এখন যতদিন না প্রধান কোচ করোনা সংক্রমণ কাটিয়ে উঠছেন ততদিন এশিয়া কাপে লক্ষ্মণই ভারতের দায়িত্ব সামলাবেন।
তার কোচিংয়ে ভারতীয় দল জিম্বাবোয়েকে দাপট দেখিয়ে ৩-০ ফলে হারিয়েছে। সেই সিরিজ জিতে হারারে থেকে লোকেশ রাহুল, দীপক হুডা আবেশ খানদের সঙ্গে একই বিমানে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছাবেন লক্ষ্মণ। আপাতত এনসিএ প্রধানের দায়িত্ব সামলানো হবে না তার। পাকিস্তানের পাশাপাশি হয়তো এশিয়া কাপে ভারতের দ্বিতীয় ম্যাচেও কোচ হিসেবে দায়িত্ব পালন করতে হতে পারে তাকে।
NEWS – VVS Laxman named interim Head Coach for Asia Cup 2022.
More details here https://t.co/K4TMnLnbch #AsiaCup #TeamIndia
— BCCI (@BCCI) August 24, 2022
ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রিশভ পন্ত (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিশ্নই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান