হাসিনার পদত্যাগের নেপথ্যে ওয়াকার! প্রাক্তন সেনাপ্রধানের জামাতাই কী তবে বাংলাদেশের ভবিষ্যৎ?

বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা (Sheikh Hasina) দেশ ছাড়ার পর সামনে এসেছেন মাঝ বয়সী গুরুগম্ভীর এক ব্যক্তি।বাংলাদেশের (Bangladesh) সেনাপ্রধান তিনি। নাম ওয়াকার-উজ-জামান (Waker-uz-Zaman)। হাসিনার হেলিকপ্টার বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করার কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ৫৭ বয়সী এই ব্যক্তি।

বাংলাদেশের (Bangladesh) সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের (Waker-uz-Zaman) উত্থান

অনেকেই বলছেন, হাসিনার (Sheikh Hasina) পদত্যাগের নেপথ্যে হাত রয়েছে ওয়াকারের। জানা গিয়েছে, পুলিশ এবং সেনাকে গুলি চালাতে বারণ করেছেন তিনি। বাংলাদেশের সেনার অধীনে অন্তর্বর্তী সরকার গঠনের কথাও জানান। এরপর থেকেই এই সেনাপ্রধানের পরিচয় নিয়ে উঠেছে প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৬৬ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের শেরপুরে জন্মগ্রহণ করেন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান তথা সে দেশের সেনাবাহিনীর জেনারেল ওয়াকার (Waker-uz-Zaman)।

   

আরোও পড়ুন : ২৪ ঘন্টার মধ্যেই সেনায় বিরাট রদবদল! সরানো হল শেখ হাসিনার ঘনিষ্ঠ মেজর জেনারেল জিয়াউল আহসানকে

মিরপুরের ‘ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ’ কলেজ থেকে নাটক ডিগ্রী অর্জনের পর ব্রিটেনের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ’ কলেজ থেকে প্রতিরক্ষা বিষয় নিয়ে পড়াশোনা করেন ওয়াকার। ২০২৪ সালের ২৩ জুন থেকে বাংলাদেশের সেনাপ্রধান পদে আগামী তিন বছরের জন্য নিয়োগ করা হয় তাঁকে। বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হওয়ার পূর্বে তিনি বাংলাদেশ সেনার ‘চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস)’ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

1722864512 2

১৯৮৫ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়া ওয়াকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকেছেন দীর্ঘ ৩৯ বছরের সামরিক জীবনে। বাংলাদেশের সেনাপ্রধান এবং সিজিএস পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), সাভার ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার এবং সেনাসদরে সামরিক সচিব হিসাবে কাজ করেছেন ওয়াকার (Waker-uz-Zaman)।

আরোও পড়ুন : Gold : জলের দরে বিকোচ্ছে সোনা! কলকাতায় হলুদ ধাতুর দামে বিরাট পতন, কত যাচ্ছে আজকের রেট ?

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তাবাহিনীর ‘প্রিন্সিপাল স্টাফ’অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। অফিসার হিসাবেও দায়িত্ব পালন করেছেন ওয়াকার। ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার ছিলেন এক সময়। নেতৃত্ব দিয়েছিলেন ঢাকার ৪৬ তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেডে। ২০১৩ এবং ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদর দফতরে সচিব হিসেবে নিয়োগ করা হয় তাঁকে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার রাষ্ট্রপুঞ্জের হয়ে সেনা পর্যবেক্ষক হিসাবে অ্যাঙ্গোলা এবং সিনিয়র অপারেশন অফিসার হিসাবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেছেন তিনি।

1722864571 4

প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে হাসিনার দেশত্যাগের পর, বিক্ষোভকারীদের আন্দোলন বন্ধ করতে বলার পাশাপাশি সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণে ওয়াকার (Waker-uz-Zaman) বলেন, “আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করব।’’ তার আগে সর্বদলীয় বৈঠক করে জেনারেল জামান বলেন, “সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে।” একই সঙ্গে হত্যার বিচার হবে বলে জানিয়েছেন তিনি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর