বাংলাহান্ট ডেস্কঃ সেলেবদের মত দীর্ঘ আঁখিপল্লব (eyelashes) কে না চায়? কিন্তু সমস্যা হচ্ছে কিভাবে তা করবেন তার কোন উপায় পাচ্ছেন না? নো টেনশন, চট করে মেনে চলুন এই উপায়, আপনিও পেয়ে যাবেন সিলভার স্ক্রীনের তারকাদের মত দীর্ঘ আঁখিপল্লব।
তবে এই কাজ করার সময় মাথায় রাখবেন, কোন মিশ্রণ যাতে চোখের ভেতরে চলে না যায়। তাহলে কিন্তু ভালো করতে গিয়ে চোখের ক্ষতি হতে পারে।
নারকেল তেল, আমন্ড অয়েল আর অলিভ অয়েল একসঙ্গে ভালো করে মিশিয়ে আঁখিপল্লবে লাগিয়ে প্রায় ৩-৪ ঘণ্টা রেখে দিন। তারপর ভালো করে ধুয়ে পরিবর্তন লক্ষ্য করুন।
আঙ্গুলে করে শিয়া বাটার নিয়ে আলতো করে আঁখিপল্লবের উপর বুলিয়ে নিন। তবে খেয়াল রাখবেন, তা যেন চোখের ভেতরে ঢুকে না যায়। এতে ভিটামিন এ এবং ভিটামিন ই উভয়ই থাকে, যা আঁখিপল্লবকে দীর্ঘ করতে সাহায্য করে।
কিউ-টিপের সাহায্যে ক্যাস্টর অয়েল আঁখিপল্লবে দিলে উপকার পাবেন। কারণ এতে ফ্যাটি অ্যাসিড থাকে, যা চোখের পাতাকে ঘন ও বড় করতে খুবই কার্যকরী।
ভিটামিন ই-র ক্যাপসুল ভেঙে আঙুলের ডগায় নিয়ে এবং সঙ্গে তেল লাগিয়ে আঁখিপল্লবে মালিশ করলে, পরিবর্তন বুঝতে পারবেন।
অলিভ অয়েলের সঙ্গে লেবুর খোসা কুচিয়ে মিশিয়ে আঁখিপল্লবে লাগাতে পারেন। এই মিশ্রণ আঁখিপল্লব ঘন করতে সাহায্য করে।