ঘরে বসেই কম দামে গ্যাসের সিলিন্ডার বুক করতে চান? জেনে নিন উপায়

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত ২ ডিসেম্বর থেকে আরও মহার্ঘ্য হয়েছে রান্নার গ্যাস (LPG)। গ্যাসের সিলিন্ডার পিছু দাম দিল্লিতে ৫০ টাকা করে বেড়ে হয়েছে ৬৪৪ টাকা (ভর্তুকি বাদে)। ৫৫ টাকা করে বেড়েছে কমার্শিয়াল গ্যাসের সিলিন্ডারের দামও। এখন দিল্লিতে কমার্শিয়াল গ্যাসের একটি সিলিন্ডারের দাম পরে ১২৯৬ টাকা। কিন্তু এখন এমন একটি উপায় রয়েছে, যাতে আপনি ঘরে বসেই অন্তত ৫০ টাকা কমে গ্যাসের সিলিন্ডার বুক করতে পারবেন।

কিন্তু তার আগে আমাদের জানতে হবে এই এলপিজি সিলিন্ডারের দাম কীভাবে নির্ধারিত হয়। সাধারণত আন্তর্জাতিক বাজারে গ্যাসের বেঞ্চমার্ক রেট ও ফরেন এক্সচেঞ্জে এক্সচেঞ্জ রেটের ওপর নির্ভর করে গ্যাসের সিলিন্ডারের মূল্য নির্ধারিত হয়। সেই কারণেই প্রতি মাসে গ্যাসের ভর্তুকির পরিমাণও বাড়ে-কমে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়লে ভর্তুকির পরিমাণ বাড়ে, গ্যাসের দাম কমলে ভর্তুকির পরিমাণও কমে। এছাড়া বাজারে সিলিন্ডারের বাজার মূল্যের ওপর জিএসটি নির্ধারিত হয়।

এখন আপনি যদি কম দামে গ্যাস সিলিন্ডার বুক করতে চান, তাও আবার ঘরে বসেই, তাহলে আপনাকে চটপট নিজের স্মার্ট ফোনে নামিয়ে নিতে হবে আমাজন পে [Amazon Pay] অ্যাপটি। তারপর সেই অ্যাপের মাধ্যমে সিলিন্ডার বুক করে পেমেন্ট করলেই মিলবে ৫০ টাকা ক্যাশব্যাক। যদিও শুধুমাত্র ইন্ডেন কোম্পানির গ্যাস ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।

এই ছাড় লাভ করার জন্য আপনাকে আগে অ্যামাজন পে অ্যাপের পেমেন্ট অপশনে যেতে হবে। সেখানে গিয়ে গ্যাসের সার্ভিস প্রোভাইডারের নাম, রেজিস্টার্ড মোবাইল নম্বর বা এলপিজি নম্বর দিয়ে ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে এসএমএস বা ফোন করে জানাতে হবে। তাহলেই গ্যাস বুক হয়ে যাবে। গ্যাসের ডেলিভারির সময় অ্যামাজন পে অ্যাপ দিয়ে পেমেন্ট করলেই ৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

সম্পর্কিত খবর

X