পাকিস্তান থেকে আজাদী চাই, প্রধানমন্ত্রী মোদীকে বার্থডে উইশ করে বললেন POK এর জনপ্রতিনিধি

Bangla Hunt Desk: বর্তমান সময়ে আন্তর্জাতিক মহলে চীন (China) এবং পাকিস্তান (Pakistan) বেশ কিছুটা কোণঠাসা হয়ে রয়েছে। এখনও এই দুই দেশ একে অপরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করে চলেছে। তবে কিছুদিন পূর্বেই চীনা রাষ্ট্রপতি জিনপিং পাক সফর বাতিল করায় কিছুটা দ্বন্ধে পড়ে গিয়েছিল পাক সরকার ইমরান খান (Imran khan)।

যদিও সে প্রসঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণকে প্রাধান্য দিয়ে পরবর্তীতে আবারও তাঁর পাক সফরের দিন নির্ধারনের কথাও শোনা গিয়েছিল।

ইমরান খানের মুখোশ খুললেন আমজাদ আয়ুব মির্জা
সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরের বাসিন্দা আমজাদ আইয়ুব মির্জা (Amjad Ayub Mirza) গিলকিট বালুচিস্তানে পাকিস্তানের অত্যাচারের পর্দা ফাঁস করে UNHRC-তে বলেছেন, পাকিস্তান বিগত কয়েক বছর ধরে গিলকিট বালুচিস্তানে অত্যাচার চালিয়ে আসছে। আর এদিকে সকলের সামনে পাক সরকার ভালো ব্যবহারের অভিনয় করছে।

unnamed 61

পাক সরকার ইমরান খানের মুখশ খুলে তিনি আরও জানিয়েছেন, চীনের  CPEC প্রোজেক্টের বশবর্তী হয়ে সেখানকার সমস্ত নদী বুঝিয়ে হাইড্রো পাওয়ার প্রোজেক্টের কাজে বহাল রেখেছে। মানুষজন প্রতিবাদ করতে গেলে, তাঁদের উপর অমানুষিক অত্যাচার চালান হচ্ছে।

মোদী জিকে করলেন বার্থডে উইশ
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে একটি ভিডিও বার্তায় তিনি ভারতের প্রধানমন্ত্রীকে অনেক শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার তরফ থেকে নরেন্দ্র মোদী জিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যারা পাক অধিকৃত কাশ্মীরে থাকি, তারা সকলেই দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরে এবং লাদাখে যেভাবে উন্নত হচ্ছে, তাতে আমরা খুবই অভিভূত। সমস্ত বাঁধা অতিক্রম করে হিন্দুস্তানকে এগিয়ে নিয়ে যান। তবে আমরা এটাও জানি যে মোদী জি আপনি আমাদের ভোলেননি। Happy Birthday’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর