পাকিস্তানের অভ্যাস হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়াতে ভারতের বিরুদ্ধে ভুল ভাল কমেন্ট করে। অনেক সময় পাল্টা জবাব পেয়ে চুপ করে যায় পাকিস্তানিরা। পাকিস্তান মিডিয়া, পাকিস্তান নেতা, পাকিস্তান সেনা এবং সব কট্টরপন্থী পাকিস্তানিদের এখন এটাই প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। ওয়াকার জাকা নামে একজন কম দামি পাকিস্তানি অভিনেতা রয়েছে, যিনি এতো নিন্ম মানের অভিনেতা যে উনি হাজার চেষ্টা করার পরও তিনি বলিউডে কাজ করার সুযোগ পায়নি।
সেই ওয়াকার জাকা ভারতকে হুমকি দিয়েছে যে এবার ভারতের থেকে পাকিস্তান দিল্লী কেড়ে নেবে। তিনি বলেছেন- ইন্ডিয়া, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীর ছেড়ে দাও নাহলে পাকিস্তান কাশ্মীরের বদলা তোমাদের থেকে দিল্লীকে কেড়ে নেওয়া হবে। এই পাকিস্তানি অভিনেতা ভাবে যে এরকম কথাবার্তা বললে সে পাকিস্তানিদের মধ্যে অনেক হিট হয়ে যাবে। পাকিস্তানি অভিনেতার ধারণা সে এমন কথা বললে সেটা শেয়ার করা হবে তার পোস্টকে। কিন্তু এরকম কিছুই হয়নি, উল্টে এই পোস্টটি ভারতীয়রা দেখা মাত্র জমিয়ে ট্রোল করে।
একই সাথে কট্টরপন্থী অভিনেতা ও পাকিস্তানের অপমান করে ভারতীয়রা। ভারতীয়রা এই পাক অভিনেতাকে বুঝিয়ে দেয় যে পাকিস্তানের অবস্থা কি এবং সবাই পাকিস্তানকে কি চোখে দেখে। ওয়াকার জাকা, যিনি ভারতের বিরুদ্ধে কমেন্ট করে পাকিস্তানিদের মধ্যে জনপ্রিয় হতে চেয়েছিলেন এবং নিন্ম মানের কথা বলেছিল, ভারতীয়রা এই অভিনেতা ও পাকিস্তানকে নিয়ে ট্রোল করে ও অপমান করে।
India you better leave Kashmir otherwise we will take Delhi too , phir Rona nahie #لبیک_الجہاد
— Waqar Zaka (@ZakaWaqar) August 18, 2019
আসলে জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৭০ তুলে নেওয়ার পর থেকে পাকিস্তান দুশ্চিন্তায় ভুগছে। পাকিস্তান ভারতের থেকে কতটা ভয় পায় সেটা একটা মাত্র বিষয় থেকেই আন্দাজ করা যায়। তা হলো- পাকিস্তান এখন আর পরমানু আক্রমন করার ভয় দেখায় না। শুধু এই নয়, ১৪ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করে নেন যে, মোদীর পরবর্তী টার্গেট POK অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীর। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেছিলেন যে তিনি বালাকোটের চেয়ে POK তে আরও বড় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছেন।