চাই মুসলিম উপমুখ্যমন্ত্রী সহ শিক্ষা, স্বরাষ্ট্র, রাজস্ব দফতর! কংগ্রেসকে জেতানোর প্রতিদান চাইল ওয়াকফ বোর্ড

বাংলা হান্ট ডেস্ক : কর্ণাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Bidhan Sabha Election) নজিরবিহীন সাফল্য পেয়েছে কংগ্রেস (Congress)। দক্ষিণের এই রাজ্যে সরকার গড়ার তোড়জোড় শুরু করেছে রাহুল-সনিয়ার দল। এরই মধ্যে ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে মুসলিম প্রার্থীকে উপমুখ্যমন্ত্রী-সহ ৬ মন্ত্রী পদ দেওয়ার দাবি করা হয়েছে কংগ্রেসের কাছে।

সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি, ‘কর্ণাটকে জয়ী ৬ মুসলিম বিধায়কদের উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র, রাজস্ব, শিক্ষা, স্বাস্থ্য সহ গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী করা হোক।’ সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সফি সাদির বক্তব্য, ‘কর্ণাটকে কোনও জয়ী মুসলিম প্রার্থীকেই উপমুখ্যমন্ত্রী করা হোক। মুসলিমদের জন্যই কংগ্রেস রাজ্যে জয়লাভ করেছে। আমরা মুসলিমরা কংগ্রেসকে অনেক কিছু দিয়েছি। এবার সময় এসেছে, তার বদলে কিছু পাওয়ার।’

তাঁর দাবি, ‘আমরা চাই, কর্ণাটকে উপমুখ্যমন্ত্রী হোক কোনো মুসলিম বিধায়ককে। এছাড়া স্বরাষ্ট্র, রাজস্ব, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দফতরে মুসলিম মন্ত্রী করা হোক। এটা করা কংগ্রেসের কর্তব্যের মধ্যে পড়ে।’

সফি সাদি দাবি করেন, ‘কর্ণাটকে কংগ্রেসের জয়ের পিছনে বড় ভূমিকা রেখেছে মুসলিম সম্প্রদায়। কর্ণাটকে কখনও কোনও মুসলিম বিধায়ককে মুখ্যমন্ত্রী করা হয়নি। নির্বাচনের আগেও আমরা এই দাবি করেছিলাম। এই রাজ্যে ৯০ লাখ মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করেন।’

সফি সাদির এদিন বলেন, ৭২ টি আসন শুধুমাত্র মুসলিমদের কারণে কংগ্রেস জিতেছে। তিনি বলেন , আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে উপ-মুখ্যমন্ত্রী মুসলিম হতে হবে এবং ৩০টি আসন আমাদের দিতে হবে। আমরা ১৫ টি পেয়েছিলাম, তার মধ্যে থেকে ৯টিতে জিতেছি। প্রায় ৭২টি আসনে কংগ্রেস শুধুমাত্রা মুসলিমদের কারণেই জয়লাভ করেছে। সম্প্রদায় হিসেবে আমরা কংগ্রেসকে অনেক কিছু দিয়েছি। এখন সময় এসেছে বিনিময়ে কিছু পাওয়ার।’


Sudipto

সম্পর্কিত খবর