সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর একজন জনপ্ট্ররিয় মুখ। তাকে নিয়ে এর আগে বহুবার বিতর্ক হয়েছে। আর বিতর্ক যেন তার পিছুই ছারে না।এর আগে তিনি বিজেপির বিরুদ্ধে মুখ খুলে অনেক বার সমস্যায় পড়েছেন। করছেন। দু’বছর আগে ‘বীর দি ওয়েডিং’ ছবিতে একটি আপত্তিকর দৃশ্যের জন্য তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিলো।
েমনকি তিনি জানিয়েছিলেন যে এই ছবিতে তিনি এমন কিছুও খারাপ জিনিস দেখান নি , যা দেখলে খারাপ লাগে। আর ছবির জন্য এরকম অনেক কিছুতেই অভিনয় করতে হয়। এনপিআর (জাতীয় জনসংখ্যা নিবন্ধক) এবং এনআরসি (জাতীয় নাগরিক নিবন্ধক) এর বিপরীতে স্বরাকে নিয়ে অনেক কথা বলতে শোনা যায়।
দিল্লির সিএম অরবিন্দ কেজরিওয়ালের এনপিআর এবং এনআরসি সম্পর্কে একটি টুইট ছিল, তাতে তিনি লিখেছেন, “এনপিআর এবং এনআরসি-র অধীনে লোকদের তাদের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হবে। এটি প্রমাণ করার জন্য নব্বই শতাংশ লোকের কাছে সরকারী জন্ম সনদ নেই। সবাইকে কি ডিটেনশন সেন্টারে পাঠানো হবে? এই ভয় সবাইকে হতাশ করছে। কেন্দ্রের কাছে আমার আবেদন হ’ল এনপিআর এবং এনআরসি বন্ধ করা উচিত” । কেজরিওয়ালের টুইটকে রিটুইট করে স্বরা ভাস্কর মুখ্যমন্ত্রীকে প্রশংসা করেছিলেন, এর পরে লোকেরা তাকে ট্রোল করতে শুরু করে।
https://twitter.com/ReallySwara/status/1238548325038620672?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1238557803851034630&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Fentertainment%2Fbollywood%2Fswara-bhaskar-trolled-for-praising-arvind-kejriwal%2F654335
এেরপরেই একজন তাকে মন্তব্য করে লেখেন “নাগিন বিষ প্রয়োগ করতে এসেছেন”, াবার অন্য একজন লিখেছেন,”আমি জনসাধারণের কথা জানি না, তবে অবশ্যই তোমার বিরুদ্ধে খালা আছে”। অবশ্য এতে স্বারার কিছুই আসে যায়না তিনি প্রথম থেকেই খুব ডেয়ারিং। সব বিষয় নিয়ে সরাসরি মন্তব্য করার পাশাপাশি তিনি এদিন জানান এর আগে তিনি এনআরসি নিয়ে মুখ খুলেছেন। আবার অন্যদিকে জেএনইউর ছাত্রদের পাশেও তিনি দাড়িয়েছেন । তবে তাকে কনোভাবেই থামানো যায়নি। আর তিনি এরপরেও থেমে থকবেন না। তার মধ্যে তিনি বলেন এতো বছরের অভিনয় জীবনে তিনি এরকম আগে দেখেন নি।