বাংলা হান্ট ডেস্ক:চলতি মরশুমে বর্ষা ঢুকেছে বেশ খানিকটা দেরীতে। তার ফলে খরার আসংকা য় ভুগেছে পশ্চিমবঙ্গের মানুষ। তবে একের পর এক নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ু র প্রভাবে সেই দুর্ভোগ এখন কাটতে চলেছে পশ্চিম বঙ্গ বাসির। আপাতত বর্ষার জমা জলের দুর্ভোগ এবং বেহাল রাস্তার যন্ত্রণা নিয়ে বঙ্গোপসাগরে হাজির নিম্নচাপ। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগস্ট এর শেষ দুই তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার বিকেলের পর কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার বৃষ্টি হলেও বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে।