নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই।
কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এই পরিস্থিতিতে অনেকেই চীনকে দোষ দিয়েছে। জানা গিয়েছে করোনার ভাইরাস হ’ল এক প্রকারের বায়োকেমিক্যাল সন্ত্রাসবাদী আক্রমণ।জানা গিয়েছে নেটফ্লিক্সে এমন একটি ওয়েব সিরিজ আছে যেখানে যা একটি গোপন অস্ত্র হিসাবে করোনার ভাইরাস বিকাশের কথা উল্লেখ করেছে।
এই সিরিজটি 2018 সালে মুক্তি পেয়েছিলো। চীন সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন উহান কেন্দ্রীয় হাসপাতালের জরুরি বিভাগের পরিচালক ডঃ আই ফেন। ডাঃ আই ফেন এক সাক্ষাত্কারে বলেছিলেন যে “চীনা সরকারী কর্মকর্তারা আমাকে হুমকি দিয়েছিলেন যে কেউ যদি ভাইরাস সম্পর্কে আমাকে বলেন তবে তার পরিণতি খারাপ হবে।”
আর এখন পরিস্থিতি খুব খারাপ হলেও ইরান স্বাভাবিক করার চেষ্টা করছে। আর তারপরে আবার খারাপ অবস্থায় দেখা যায় ইতালিকে। ভারোতেও এখন অবস্থা খুব একটা ভালো নয়। কারণ ভারতের এই মুহূর্তের করোনা আক্রান্ত সংখ্যা প্রায় ৬০০ এর কাছাকাছি।