বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন তরুণ ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। একজন বোলিং অলরাউন্ডার হিসেবে দলে জায়গা করে নিলেও এই মুহূর্তে তিনি দুর্দান্ত ব্যাটিং করছেন। ভারতীয় দলের তাবড় তাবড় ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থ হচ্ছেন সেখানে প্রায় প্রত্যেক ম্যাচেই হাফসেঞ্চুরি করছেন ওয়াশিংটন সুন্দর। ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচের তৃতীয় দিনে অর্থাৎ আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 96 রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর। তারপর থেকেই ব্যাপক আলোচনা ওয়াসিংটন সুন্দরকে নিয়ে।
চতুর্থ টেস্ট ম্যাচে 146 রানে ছয় হারিয়ে যখন ধুকছিল ভারতীয় দল সেই সময় আট নম্বরে নেমে উইকেট রক্ষক ঋষভ পন্থের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন ওয়াশিংটন সুন্দর। ঋষভ সেঞ্চুরি করার পর আউট হয়ে গেলে দলের হাল ধরেন সুন্দর, এবং অক্ষর প্যাটেলকে নিয়ে দুর্দান্ত ভঙ্গিমায় ব্যাটিং করে ভারতীয় দলের স্কোর এগিয়ে নিয়ে যায়। ওয়াসিংটন সুন্দরের ব্যাটে ইংল্যান্ডের থেকে বড় রানের লিড নিয়ে ফেলে ভারত।
একজন বোলিং অলরাউন্ডার হিসেবে দলে এসে এমন সুন্দর ব্যাটিং করায় প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নিয়েছে ওয়াসিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দরকে ভারতের একজন দায়িত্বশীল টেস্ট ব্যাটসম্যান হিসেবে দেখতে শুরু করেছেন অনেকেই। আর সুন্দরের ক্রমাগত এই বড় বড় রানের ইনিংস কার্যত ভারতীয় দলে প্রবেশ করা মুশকিল করে দিল হনুমা বিহারির। চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন হনুমা বিহারি তার পরিবর্তে দলে এসেছিলেন ওয়াশিংটন সুন্দর। তবে বর্তমানে ওয়াশিংটন সুন্দর যে পারফরম্যান্স করছে তাতে সুন্দরকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া খুবই কঠিন হয়ে পড়বে অধিনায়ক বিরাট কোহলির।