”আজ সন্ধ্যায় মৃত্যুর সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে”পাকিস্তানকে ব্যাঙ্গ করে ট্যুইট প্রাক্তন ক্রিকেটারের

বাংলা হান্ট ডেস্কঃ অপেক্ষার আর মাত্র কয়েকটা মুহূর্ত, তার পরেই শুরু হতে চলেছে বিশ্বকাপের রোমাঞ্চকর মহাযুদ্ধ, কারণ দু’বছর পর ফের একবার সম্মুখ সমরে অবতীর্ণ হচ্ছেন বিরাট-বাবররা। গত কয়েকদিন ধরেই এই ম্যাচ নিয়ে আলোচনা পর্যালোচনা তুঙ্গে। ম্যাচ নিয়ে নিজেদের বক্তব্য ইতিমধ্যেই নানাভাবে তুলে ধরেছেন বিভিন্ন বিশেষজ্ঞরা।

এবারও দুবাইতে যে ভারতের পাল্লা ভারী থাকবে এ নিয়ে কোন সন্দেহ নেই। যদিও একথা সকলেই জানেন যে টি-টোয়েন্টি ম্যাচ বদলে যেতে পারে কয়েক মুহূর্তের মধ্যেই। স্বাভাবিকভাবেই দর্শকদের উত্তেজনা এখন রীতিমতো প্রতিফলিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের মিম। এবারে ধরনের একটি মিম শেয়ার করতে দেখা গেল প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরকেও।

অমিতাভ বচ্চনের একটি বিখ্যাত সিনেমার সংলাপ হল ‘আজ রাত মেরা মত কে সাথ অয়েন্টমেন্ট হ্যায়’। সেই ডায়ালগটিকেই ব্যবহার করা হয়েছে এই মিমে। ওয়াসিম লিখেছেন, একদিকে যখন আজ ভারতীয় ফ্যানেরা বলবেন, আজ আমি যে কোনোভাবে দুবাই যেতে চাই, তখনই অন্যদিকে পাকিস্তানি ফ্যানেরা বলবেন, আজ রাতে আমার মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। আসলে এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে একটিও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। সেই সূত্র ধরেই তাদের নিয়ে শেয়ার করা হচ্ছে নানা ধরনের মিম।

https://twitter.com/WasimJaffer14/status/1452145343559180291?t=c0i4PUyRjei69UB6Zb8XGw&s=19

সোশ্যাল মিডিয়ায় ভীষণরকম ভাইরাল হয়েছে জাফরের এই পোস্টটিও। কেউ কেউ যেমন লিখছেন আমরা মাইকেল ভনের টুইটের জন্য অপেক্ষা করছি। কেউ কেউ আবার শেয়ার করছেন, হারের পর সমর্থকদের টিভি ভাঙার দৃশ্য। সবমিলিয়ে ম্যাচ নিয়ে উত্তেজনা এখন তুমুল, যদিও বিরাট না বাবর শেষ হাসি কে হাসবেন তার জন্য অপেক্ষা করতে হবে আজ রাত অবধি।

Abhirup Das

সম্পর্কিত খবর