শুধু Jio নয়, এবার ফেসবুককেও চিন্তায় ফেলে দিলেন এলন মাস্ক, চলছে প্রস্তুতি

বাংলা হান্ট ডেস্কঃ এই বছরের শুরুর দিকে চিপ সর্টেজের কারণে বিশ্বব্যাপী অটো মোবাইল কোম্পানিগুলি ভীষণ সমস্যার মুখে পড়েছিল। বেশ কয়েক মাস ধরেই উৎপাদন ঘাটতি সহ অন্যান্য কারণে যথেষ্ট ক্ষতির মুখে পড়েছিল তারা। এবার দেখা গেল এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তা দুরন্ত ভাবে সামাল দিয়েছে ইলন মাস্কের টেসলা। শুক্রবার টেসলার শেয়ার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গত কয়েক মাস ধরেই এই গ্রাফ ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী। এমনকি শেয়ারের মূল্য অনুযায়ী এবার জুকারবার্গের ফেসবুকেরও খুব কাছাকাছি চলে এলো টেসলা।

নিউ ইয়র্কে শুক্রবারের লেনদেন অনুসারে টেসলার শেয়ার ৯০৯.৬৮ ডলারে পৌঁছেছে। যার ফলে হিসেব অনুযায়ী ইলন মাস্কের (Elon Musk) টেসলার মোট সম্পদের পরিমাণ দাঁড়ালো ৯০৩ বিলিয়ন ডলারে। এই মুহূর্তে মার্ক জুকারবার্গের ফেসবুকের (Facebook) বাজার মূল্য ৯১৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এই মুহুর্তে তার থেকে মাত্র ১৪ বিলিয়ন ডলার পিছিয়ে রয়েছে টেসলা। এই বছরের শুরুতে চিপ ঘাটতির কারণে অবশ্য শেয়ারে কিছুটা পতন চোখে পড়েছিল। তবে তারপর থেকে গ্রাফ এখনও অব্দি ঊর্ধ্বমুখীই রয়েছে।

শুধু তাই নয় এরই সাথে সাথে টেসলা ১ ট্রিলিয়ন ডলার সম্পদ সম্পন্ন অভিজাত কোম্পানি হয়ে ওঠার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। বিশ্লেষক ড্যানিয়েল আইভস একটি নোটে লিখেছেন, “বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে বর্তমানে অনেক প্রতিযোগী রয়েছে। তা সত্ত্বেও, চিপ ঘাটতি মোকাবিলা করে টেসলা শেষ ত্রৈমাসিকে বাজারের শেয়ারে আধিপত্য বজায় রেখেছে।”

elon musk tesla

বিশেষজ্ঞদের মতে, সেমিকন্ডাক্টরের ঘাটতিকে অন্যান্য অটোমোবাইল কোম্পানি গুলোর তুলনায় অনেক ভালোভাবে সামাল দিতে পেরেছে টেসলা। যার ফলে বছরের তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী তাদের ডেলিভারি এবং মার্জিন সমস্ত অনুমানকে ছাড়িয়ে গেছে। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিচার করতে গেলে ষষ্ঠ বৃহত্তম কোম্পানি হলো টেসলা। শুধুমাত্র অটোমোবাইল সেক্টরের ক্ষেত্রে টেসলার আয় বেড়েছে ৩০% এছাড়া সামগ্রিকভাবে আয় বেড়েছে ২৬.৬%।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর