ওয়াসিম জাফরের বিশ্ব একাদশে জায়গা হয়নি বিরাট কোহলির, দলে মাত্র একজন ভারতীয়।

এই মুহূর্তে করোনা ভাইরাসের কারনে সারা বিশ্বের পাশাপাশি লকডাউন অবস্থায় দিন কাটাচ্ছে ভারতও। লকডাউনের জেরে এই মুহূর্তে ভারতে সমস্ত ধরনের খেলাধুলা বন্ধ ফলে ক্রীড়াবিদরাও লকডাউন অবস্থায় দিন কাটাচ্ছেন। তবে মাঠে খেলাধুলা বন্ধ থাকলেও বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজেদের ভক্তদের সাথে যোগাযোগ রাখছেন ক্রীড়াবিদরা। এবার প্রাপ্তন ভারত ওপেনার ওয়াসিম জাফর এই লকডাউনের অবসর সময়ে বিশ্বসেরা টিটোয়েন্টি একাদশ বেঁছে নিলেন।

ওয়াসিম জাফর এর এই বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা হয়নি ভারত অধিনায়ক বিরাট কোহলির। অবশ্য দল নির্বাচনের আগেই ওয়াসিম জাফর বলে দিয়েছিলেন যে এই দল প্রত্যেক দেশ থেকে অন্তত একজন ক্রিকেটার নিয়ে তৈরি হবে। এই কারণে জায়গা হয়নি ভারত অধিনায়ক বিরাট কোহলির। ওয়াসিম জাফরের এই বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশে ভারতীয়দের মধ্যে একমাত্র ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ জায়গা পেয়েছেন। তেমনি টি-টোয়েন্টি স্পেশালিস্ট অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, বেন স্টোকস এবং রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডারাও ওয়াসিম জাফরের এই বিশ্ব একাদশ দলে জায়গা করে নিতে পারেনি।

IMG 20200422 095846

ওয়াসিম জাফরের এই বিশ্ব একাদশ দলে একমাত্র অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়াসিম জাফর তার এই বিশ্ব একাদশ দলের নেতৃত্বে রেখেছেন বাঁহাতি অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে।
এক নজরে দেখে নেওয়া যাক ওয়াসিম জাফরের বিশ্ব এলাদশ দল:
ডেভিড ওয়ার্নার, বাবর আজম, কেন উইলিয়ামসন, এবি ডি ডিভিলিয়ার্স, জস বাটলার, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, রাশিদ খান, সন্দীপ লামিছানে, লাসিথ মালিঙ্গা, জাসস্প্রিত বুমরাহ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর