বাংলা হান্ট নিউজ ডেস্ক: দিল্লি টেস্টে (Delhi Test) ভালোই লড়াই করছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে তাদের তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ (Steve Smith) প্রথম দিন ০ রানে আউট হলেও অস্ট্রেলিয়া মরিয়া লড়াই করে উসমান খাওয়াজা (Usman Khawaja) এবং পিটার হ্যান্ডসকম্বের (Peter Handscomb) অর্ধশতরানে ভর করে অস্ট্রেলিয়া ২৬৩ রানে অলআউট হয়েছিল। এরপর দিনের শেষে ভারত কোনও উইকেট না খুঁইয়ে ২১ রান তুলেছে ভারত।
৩ বছরেরও বেশি সময় পরে দিল্লিতে কোনও টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছে। তাই জনসাধারণের ভালো সাড়া পাওয়া গিয়েছিল। অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিতির হার ছিল দেখার মতো। শামি, অশ্বিনদের বোলিংয়ে সময় বা রাহুল, পূজারাদের দুরন্ত ফিল্ডিংয়ের সময় তাদের উৎসাহ ছিল দেখার যতো।
এরই মধ্যে ম্যাচ চলাকালীন আজ একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। ম্যাচের একদম শুরুর দিকে যখন উসমান খাওয়াজা এবং ডেভিড ওয়ার্নার ব্যাটিং করছেন, তখন নিরাপত্তার বেড়া জাল এড়িয়ে মাঠের মধ্যে ঢুকে পড়ে এক দর্শক। তার লক্ষ্য ছিল স্লিপে দাঁড়ানো বিরাট কোহলির সঙ্গে দেখা করা। কিন্তু শেষ পর্যন্ত নিজের প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা করা হয়নি তার।
এবার দেখা যায় যে নিরাপত্তা রক্ষীরা তাকে জাপটে ধরে মাঠের বাইরে বার করে নিয়ে যাচ্ছেন। মরিয়া সেই দর্শক তাদের হাত এড়িয়ে পালানোর জন্য নানান রকম প্রয়াস করছেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিরাপত্তা রক্ষীরা তাকে চড় থাপ্পর মারেন। গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরই সেটি ভাইরাল হয়ে গিয়েছে।
haha thappad mar diya pic.twitter.com/tiUXTi1r3a
— Saddam Ali (@SaddamAli7786) February 17, 2023
নিরাপত্তা রক্ষীরা যখন টেনে হিঁচড়ে সেই দর্শককে মাঠ থেকে বার করে নিয়ে যাচ্ছেন তখন ফাইন লেগে ফিল্ডিং করতে থাকা মহম্মদ শামি তাদের দিকে এগিয়ে আসেন। সেই দর্শক এবং নিরাপত্তা কি দুই পক্ষকে শান্ত হতে অনুরোধ করেন তিনি এবং তারপর ধীরে ধীরে মাঠের বাইরে বেরিয়ে যেতে দেখা যায় দুই পক্ষকে। শামির এই আচরণ মন ছুঁয়েছে সকলের। আজ ম্যাচেও চার উইকেট নিয়ে তিনি দিনের সেরা পারফর্মার হিসেবে উঠে এসেছেন।