চুরি করতে এসে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা! পা পেঁচিয়ে ধরল পাহারাদার সাপ, নাজেহাল চোর

Published On:

বাংলা হান্ট ডেস্ক : আজকালকার দিনে সময় কাটানোর মূল মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া (Social Media)। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্ম স্ক্রল করতে করতে বিভিন্ন রকম পোস্ট ও ভিডিও (Viral Video) আমাদের চোখের সামনে চলে আসে। কখনও মজার তো, কখনও দুঃখের, আবার কখনও বা কোনো সামাজিক বার্তা। নিত্যনতুন হরেক রকমের ভিডিও,পোস্টের ডালি নিয়ে এই সোশ্যাল মিডিয়া হাজির হয় আমাদের সামনে।

এরকমই বেশকিছু ভিডিও এমনভাবে ভাইরাল হয়েছে যা মানুষের মন জিতে নিয়েছে। সেরকমই এক ব্যক্তির সঙ্গে পরিচয় করাল নেটপাড়া। কাঁঠাল পাড়তে গিয়ে মহা বিপদে পড়লেন ঐ ব্যক্তি। গাছের মগডালে উঠে স্বয়ং মৃত্যুকে চোখের সামনে দেখে ঐ ব্যক্তির আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। ভিডিওটি ভাইরাল হতেই তুলকালাম কাণ্ড শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আসলে এইদিন গাছের উপর এক বিরাট কাঁঠাল দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়েছিলছন ঐ ব্যক্তি। কাঁঠাল পাড়তেই যাবেন আর এমতাবস্থায় তার দুই পা জড়িয়ে ধরে এক প্রকান্ড সাপ। তার অবস্থা তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। কাঁঠালের পাহারায় যে বিরাট সাপ থাকতে পারে, তা তিনি কল্পনাও করতে পারেননি।

 

ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ দেখেছে ভিডিওটি। ব্যক্তির এক হাতে কাঁঠাল আর পায়ের নিচে সাপ, এরকম একটা নাজেহাল অবস্থা দেখে শিহরিত হয়েছে নেটদুনিয়া। আবার কেউ কেউ যে তাদের হাসি থামাতে পারছেননা তা প্রমাণ করেছে কমেন্ট বক্স। কেউ লিখেছেন, ‘এটা কাঁঠাল চুরি করার শাস্তি।’ তো কেউ লিখেছেন, ‘ভয় না পেয়ে নাগরাজকে প্রমাণ করুন।’

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X