Virat Kohli ৫০ করায় বেজায় খুশি Mohammad Shami, কাঁধে হাত রেখে এভাবে জানালেন শুভেচ্ছা! Viral Video

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি অবশেষে ফর্মে ফিরে আসার ইঙ্গিত দেখিয়েছেন। কাল ধীরে হলেও তিনি তার আইপিএল কেরিয়ারের ৪৩ তম অর্ধশতরান সম্পূর্ণ করেন। ৫৮ রান করে মহম্মদ শামির বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে কোহলি তার ইনিংসে বেশ কয়েকটি দুর্দান্ত শট মেরেছিলেন। ১৩তম ওভারে ৪৫ বলে তিনি তার অর্ধশতরান সম্পূর্ণ করেন।

কোহলি অর্ধশতরান করার পর, গুজরাটের প্রধান বোলার শামিও তার পিঠে হাত রেখে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে অভিনন্দন জানান। শামির এই ভঙ্গি সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে। কোহলি মাঠে ৫০ পূর্ন করার সাথে সাথেই কোহলির কাঁধে হাত রেখে শামি তার প্রাক্তন অধিনায়ককে অভিনন্দন জানান। ভক্তরা শামির এই ভঙ্গির প্রশংসা করছেন।

যদিও আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির এই ৫৮ রানের ইনিংস খুবই শ্লথ ছিল। ১৪ ইনিংসের পরে তিনি এই আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরি করলেন এবং রজত পতিদারের (৫২) সাথে দ্বিতীয় উইকেটে ৯৯ রানের জুটি গড়ে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ জিততে তা যথেষ্ট ছিল না।

কোহলি তার ৫৩ বলের ইনিংসে ১টি ছক্কা এবং ছয়টি চার মেরেছিলেন, যেখানে পতিদার তার ৩২ বলের আক্রমণাত্মক ইনিংসে পাঁচটি চার এবং দুটি ছক্কা মেরেছিলেন। গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে তিনটি চার ও দুটি ছক্কা সহ ৩৩ রান করেন এবং মহিপাল লোমর আট বলে ১৬ রান করেন দুটি চার ও একটি ছক্কায়। গুজরাটের হয়ে মরশুমে প্রথমবার মাঠে নামা প্রদীপ সাংওয়ান চার ওভারে ১৯ রান দিয়ে দুই উইকেট নেন।

সম্পর্কিত খবর

X