সাঁড়াশি চাপে নবান্ন, আদালতে বড় জয় DA আন্দোলনকারীদের

বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েক বছর ধরেই বকেয়া ডিএ (Dearness Allowance) এবং কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে সুর চড়িয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) তো বটেই পাশাপাশি এই মামলা পৌঁছে গেছে সুপ্রিম কোর্টেও (Supreme Court)। যদিও মামলার নিষ্পত্তি এখনও হয়নি। আদালত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য (State Government) বরাবরই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এসেছে। তবে এবার বেশ সাড়াশি চাপে পড়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর অবধি রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বাবদ বেতনের ৬ শতাংশ অতিরিক্ত টাকা পেতেন। এরপর বড়দিনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় একদফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। ৬ শতাংশ থেকে মহার্ঘ্য ভাতা বেড়ে হয় ১০ শতাংশ। এরপর রাজ্য বাজেট পেশ করার সময় ফের এঅদফায় ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য সরকার। অর্থাৎ আগামী মে মাস থেকেই ১৪ শতাংশ হারে ডিএ পাবেন চাকরিজীবীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, দিনকয়েক আগেই এক দফায় ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আপাতত ৫০ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মচারীরা। সূত্রের খবর, ২০২৪ সালের জানুয়ারি থেকেই কার্যকর হবে এই বর্ধিত ডিএ। অর্থাৎ বাংলা এবং কেন্দ্রের কর্মচারীদের ডিএ-র ব্যবধান এখনও অনেকটাই।

আরও পড়ুন : বজ্রবিদ্যুৎ সহ নাগাড়ে বৃষ্টি ১১ জেলায়, কী অবস্থা দক্ষিণবঙ্গের? IMD-র ভয়ঙ্কর রিপোর্ট

1661632507 da

এবং এই ব্যবধান মিটিয়ে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে অব্যাহত হয়েছে আন্দোলন। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, বকেয়া ডিএ এবং ডিএ বৃদ্ধির দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। বিগত বহুদিন ধরেই নবান্নের সামনেও বিক্ষোভ কর্মসূচি রাখতে চাইছে তারা। তবে এতদিন পর্যন্ত ছাড়পত্র না মিললেও এবার কলকাতা হাইকোর্ট থেকে ছাড়পত্র নিয়ে এসেছে বাম সরকারি সংগঠন কো-অর্ডিনেশন কমিটি।

আরও পড়ুন : ভোটের মুখে বাম্পার খবর, বেতনক্রম বাড়ছে ৪০%, উপকৃত হবেন পশ্চিমবঙ্গের এই কর্মীরা

সূত্রের খবর, সংগঠনটি এখন নবান্নের সামনে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। যদিও কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পুনরায় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, আজকেই সেই মামলার শুনানির ডেট রয়েছে। এখন ডিভিশন বেঞ্চ কী রায় দেয় তার উপর নির্ভর করছে বাম সরকারি সংগঠন কো-অর্ডিনেশন কমিটির বিক্ষোভ কর্মসূচি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর