বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হওয়ার পরপরই পূর্নাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছিল তৃণমূল (tmc) শিবির। তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) পূর্নাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন। আর সেই প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দিকে দিকে শাসক দলের সদস্যরাই নিজেদের প্রার্থীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে।
প্রার্থী বদলের দাবীতে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে বেশ কিছু এলাকাবাসীকে। এমনকি মানুষের চাপে পড়ে কিছু জায়গার প্রার্থী তালিকায় বদল আনতে বাধ্য হয়েছিল শাসক দল। এবার আবারও প্রার্থী বদলের দাবীতে পোস্টার পড়ল পূর্ব বর্ধমানের জামালপুরে (jamalpur)।
সেখানকার মনোনীত প্রার্থীকে না পসন্দ এলাকাবাসীর। জামালপুরের তৃণমূল প্রার্থী অলোক কুমার মাঝিকে বহিরাগতের তকমা দিয়ে প্রার্থী বদলের দাবিতে পূর্ব বর্ধমানের জামালপুরের বিভিন্ন জায়গায় পোস্টার পড়তে দেখা গেল। বর্ধমানের নিলুটের বাসিন্দা হচ্ছেন তৃণমূল প্রার্থী অলোক কুমার মাঝি। আবার পূর্ব বর্ধমানের ৩ বিধানসভার অবজার্ভারও তিনি। এই ঘটনায় কিছুটা অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির।
মঙ্গলবার পূর্ব বর্ধমানের জামালপুরের বাজার, হালাড়া মোড়, বাসস্ট্যান্ড মোড়, শুড়েকালনা বাজার এলাকায় তৃণমূলের পক্ষ থেকেই বিক্ষোভকারী পোস্টার পড়তে দেখা যায়। সেখানে লেখা রয়েছে, ‘জামালপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভূমিপুত্র প্রার্থী চাই। বহিরাগত প্রার্থী অলোক কুমার মাঝিকে মানছি না, মানব না। অবিলম্বে জামালপুরে ভূমিপুত্র প্রার্থী চাই’।
এবিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি মেহবুব খান জানিয়েছেন, ‘মমতা ব্যানার্জী ২৯১ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। তাঁর আশির্বাদে প্রত্যেক তৃণমূল প্রার্থীরাই জয়লাভ করবেন। তবে এই ধরণের বিক্ষুব্ধ পোস্টার কে বা কারা টানিয়েছেন, তা পরিষ্কার নয়’।