বাংলা হান্ট ডেস্ক: ভোট পরবর্তী হিংসার ঘটনায় উত্তপ্ত হুগলি। খানাকুলের পর এবার তারকেশ্বরে।তৃণমূল-বিজেপি সংঘর্ষে প্রাণ হারালেন গোপাল পাত্র নামে এক তৃণমূল কর্মী।অনেকেই প্রত্যাশা করেছিলেন ভোট মিটলে হয়তো এই রাজনৈতিক সংঘর্ষ কিছুটা কমবে। কিন্ত যাবতীয় আশায় জল ঢেলে ফের নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক হিংসার ঘটনা।
দলীয় পতাকা লাগানোকে কেন্দ্রে করে আজ বেলা দশটা নাগাদ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এই সংঘর্ষকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। গতকাল রাতেও একপ্রস্ত দুদলের মধ্যে সংঘর্ষ হয়। আজকের সংঘর্ষে আহত হন ১০ জন। তার মধ্যে গোপাল পাত্রর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পাঠানো হয় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
দলের নিহত কর্মীকে দেখতে যান তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন, খুনের রাজনীতি করছে বিজেপি। গতকাল খানাকুলে এক তৃণণূল কর্মীকে খুন করা হয়েছে। গোঘাট, আরামবাগ, পুরশুড়ায় আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা। বলাগড়ে ২ তৃণমূল কর্মীকে ভোজালি মারা হয়েছে। এদের একজন পিজিতে ভর্তি। প্রশাসনকে বলব উপযুক্ত ব্যবস্থা নিতে।