করোনার জেরে বাকি চার দফার ভোট একদিনেই ? তৃণমূলের প্রস্তাবে জল্পনা

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে বাড়ছে করোনার দাপট (Corona Outbreak)। নির্বাচন কমিশনের তরফে রাজনৈতিক সভা-সমাবেশগুলিকে করোনার একটি বড় উৎসস্থল বলে দাবি অনেক আগেই করা হয়েছে। তদুপরি রাজ্যে ৮ দফার ভোটগ্রহণে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের গা ছাড়া মনোভাব দেখা মিলছে। বুধবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজারেরও বেশি মানুষ। এমনকি মারণ ভাইরাস করোনার শিকার হয়েছেন সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী (Congress Candidate) রেজাউল হক। এই পরিস্থিতিতে গতকালই সর্বদলীয় বৈঠক ডেকেছে মুখ্য নির্বাচন কমিশনার।

আগামী ১৬ এপ্রিল অর্থাৎ শুক্রবার এই বৈঠক হওয়ার কথা। সেখানে রাজ্যের করোনার ভয়াল চিত্রের কথা মাথায় শাসকদল তৃণমূলের (TMC) তরফে বড়সড় প্রস্তাব দেওয়ার কথা শোনা যাচ্ছে। জানা গিয়েছে, তৃণমূলের তরফে রাজ্যের বাকি চার দফার নির্বাচন একদিনে করিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে নির্বাচন কমিশনকে (Election Commission)। শাসকদল মত, এতে করোনা প্রকোপ প্রতিরোধ করা যাবে এবং ভোটও মিটে যাবে।

তৃতীয় দফার ভোটে রাজ্যের পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ আজ | Lok Sabha Election 2019 Phase 3: Today Is The Third Phase Of Polling - NDTV Bengali

উল্লেখ্য, ভোটের নির্ঘণ্ট প্রকাশ পাওয়ার পরেই ৮ দফার ভোটগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তখন অনেকেই নির্বাচনে হারতে পারে বলে এই প্রস্তাব দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো বলে মন্তব্য করেছিলেন। কিন্তু এখন রাজ্যের যা করোনা পরিস্থিতি তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের আপত্তি যুক্তিসঙ্গত ছিল বলে মনে করছেন ওয়াকিবহল মহল। ইতিমধ্যেই একাধিক কেন্দ্রের প্রার্থী করোনা আক্রান্ত হয়েছেন এবং কলকাতার হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক।

প্রসঙ্গত, ১৭ এপ্রিল শনিবার রাজ্যে ভোট পঞ্চমী, তার আগে শুক্রবার কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকে বাংলার করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও সংক্রমণে রাশ টেনে ভোট গ্রহণ পর্ব মেটানো নিয়ে আলোচনা করা হতে পারে বলে জানা যাচ্ছে। ওই বৈঠকেই তৃণমূলের তরফে একদিনে বাকি সব দফার ভোটগ্রহণ পর্ব মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে। শাসকদলের দাবি, মানুষকে বাঁচাতে পঞ্চম দফা সহ বাকি ৪ দফার ভোট (WB Assembly Poll 2021) একদিনে করার ব্যবস্থা করুক নির্বাচন কমিশন।


সম্পর্কিত খবর