বদলে যাবে ভবিষ্যৎ, ডলার ছেড়ে এবার ভারতীয় মুদ্রায় তেল কিনল নয়া দিল্লি! টাকায় লেনদেন UAE-র সঙ্গে

বাংলা হান্ট ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates) এবং মধ্যপ্রাচ্যের (Middle East) দেশ থেকে ১৫ লক্ষ ব্যারেল তেল (Crude Oil) কিনেছে ভারত (India)। আর এই তেল কিনতে ভারতীয় টাকায় অর্থ মিটিয়েছে ভারত সরকার। এই অর্থ প্রদানের সাথেই দুই দেশ স্থানীয় মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য করা শুরু করেছে বলে জানাল ভারত সরকার (Government of India)।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC.NS) আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানিকে (ADNOC) ভারতীয় মুদ্রায় তেলের দাম দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় দূতাবাসের তরফ থেকে এই কথা সংবাদমাধ্যমকে জানানো হয়। জানা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের একটি সোনা রপ্তানিকারক থেকে ২৫ কেজি সোনা ভারতের একজন ক্রেতার কাছে প্রায় ১২৮ লক্ষ কোটি টাকায় বিক্রি করার পরই এই লেনদেন হয়।

ভারত গত জুলাই মাসে সৌদি আরব-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিতে ডলারের পরিবর্তে ভারতীয় টাকায় বাণিজ্য করার কথা বলা হয়। ডলারের বদলে ভারতীয় টাকা ব্যবহার করলে লেনদেনের খরচ কমাবো সম্ভব হবে বলেই বিশ্বাস নয়াদিল্লীর।

saudi arabia oil production

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংযুক্ত আরব আমিরাত সফরের সময়, উভয় দেশ সহজ আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের সুবিধার্থে একটি রিয়েল-টাইম পেমেন্ট লিঙ্ক স্থাপন করেছিলেন। বর্তমানে লেনদেনের ক্ষেত্রে সেই লিঙ্কই কার্যকর হচ্ছে বলে জানা যাচ্ছে।

ভারতীয় টাকায় বাণিজ্য করা দেশের অর্থনীতির জন্য যথেষ্ট লাভদায়ী। সম্প্রতি বহু কম টাকায় রাশিয়া থেকে তেল কিনেছে ভারত। সেই অপরিশোধিত তেল আবার আমদানিও করেছে বিশ্ব বাজারে। আর এবার ভারতীয় মুদ্রায় সৌদি আরব থেকে তেল কিনে দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করার মাস্টারস্ট্রোক দিল নয়াদিল্লি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর