ভোটের মুখে পাঞ্জাব সফরে মমতা, আপের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, কাটবে জোটের জট?

বাংলা হান্ট ডেস্ক : ভোটের মুখ হঠাৎই পাঞ্জাব (Punjab) সফরের কথা জানালেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই কর্মসূচি চূড়ান্ত হয়ে গেছে বলে খবর। সূত্রের খবর, আন্তর্জাতিক ভাষা দিবস অর্থাৎ আগামী ২১ ফেব্রুয়ারিতেই পাঞ্জাব যাবেন মুখ্যমন্ত্রী। যদিও তার পাঞ্জাব সফরের কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঠিক কী কারণে তিনি পাঞ্জাব যাচ্ছেন তা এখনও স্পষ্ট করেনি তৃণমূল।

তবে শোনা যাচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারী একাধিক কর্মসূচি রয়েছে মমতার বাকেট লিস্টে। ঐদিন তিনি স্বর্ণমন্দিরও দর্শন করবেন বলে খবর। সেই সাথে আপ নেতাদের সাথেও বৈঠকে বসবেন বলে খবর মিলছে। ইন্ডিয়া জোটে কংগ্রেসের ভূমিকা থেকে শুরু করে বিজেপির বিরুদ্ধে রণনীতি নিয়েও আলোচনা চলবে বলে খবর।

এখানে বলে রাখা ভালো বাংলায় কংগ্রেস ছাড়াই হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মত আপ সরকারও পাঞ্জাবে ‘একলা চলো’র পন্থা অবলম্বন করেছে। আপও জানিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে পাঞ্জাবে কংগ্রেসকে কোনও আসন ছাড়া হচ্ছেনা।

আরও পড়ুন : জ্ঞানবাপীতে প্রথমবার পুজো দিলেন যোগী! দাবি করলেন আরও ৩টি গ্রামের, আদিত্যনাথের মন্তব্যে শোরগোল

লোকসভা নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পঞ্জাব সফর রাজনৈতিক বিশ্লেষকদের কৌতূহল বাড়িয়ে তুলেছে। তবে কি জোটের জট কাটবে দুই মুখ্যমন্ত্রীর বৈঠকে। নাকি কংগ্রেসকে বাদ দিয়ে ফের নতুন কোনও দল প্রতিষ্ঠার কথা ভাবছে আপ-তৃণমূল? যদিও কোনও কিছুই পরিস্কার করে বলা যাচ্ছেনা।

আরও পড়ুন : পুলওয়ামা হামলার ৫ বছর, অভিযুক্ত ১৯ জনের ১৫ জনেই নিকেশ, বাকি ৪ জন কোথায়?

এদিকে কংগ্রেস প্রথম থেকেই সুর নরম করেছে। সেই সাথে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বও বেশ খানিকটা বেড়েছে। তবে রাজনৈতিক কারবারিদের অনেকেই মনে করছেন লোকসভা নির্বাচনের প্রাক্কালে আপ নেতাদের সাথে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান বি হতে পারে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর