আর তিন দিন! ভালো খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য…

Published on:

Published on:

government employees

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল মহালয়া। মা আসার খুশিতে আত্মহারা সকলে। এরই মধ্যে খুব শীঘ্রই ভালো খবর আসছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য (Government Employees)। রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) জন্য সম্প্রতি অর্থদপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের বেতন, আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মীরা। অর্থাৎ আর তিন দিন পরই আসছে সুখবর।

সরকারি কর্মীদের জন্য ভালো খবর আসছে | Government Employees

রাজ্য তরফে বলা হয়েছে, এ বার সেপ্টেম্বর মাসের বেতন নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই হাতে পাবেন সরকারি কর্মীরা। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু দুর্গাপুজো। ২৮ তারিখ মহাষষ্ঠী। এই আবহে দুর্গাপুজোর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর রাজ্যের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা।

পাশাপাশি গ্র‌্যান্ট ইন এড বেতন, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড, অনারারিয়ামও ২৪ এবং ২৫ সেপ্টেম্বরই দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। যদিও পেনশন মিলবে আগামী ১লা অক্টোবরই। উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে এ বছর পুজোর ছুটি পড়ে যাচ্ছে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত।

উল্লেখ্য, দুর্গাপুজোর কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকারও। আগামী ২৬ সেপ্টেম্বরই বেতন পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি দফতরের কর্মীরা। কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে উৎসবকালীন পরিস্থিতি ও পুজোর কথা মাথায় রেখে সময়ের আগে বেতন মিটিয়ে দেওয়া হবে। পুজোর বাজারের জন্যই ২৬ সেপ্টেম্বরের মধ্যে বেতন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

government employees

আরও পড়ুন: তুমুল বজ্রপাত! শনিতে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ঘনাচ্ছে দুর্যোগ, বিকেলে আরও বাড়বে বৃষ্টি

জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের চাকরি থেকে যেসব কর্মী সেপ্টেম্বর মাসে অবসর নিচ্ছেন, তাঁদেরও যাবতীয় পাওনা ২৬ তারিখেই মিটিয়ে দেওয়া হবে। ওই দিনই সংশ্লিষ্ট কর্মচারীর কর্মজীবনের শেষ দিন হিসাবে বিবেচিত হবে। রাজ্য সরকারও সেই একই পথে হেঁটে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মীদের কথা মাথায় রেখে।