কোনো ছুটিই নেই! জানুয়ারিতে কবে কবে জলে গেল রাজ্য সরকারি কর্মীদের হলিডে? এল তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ আজ পয়লা জানুয়ারি। বছরের প্রথমটাই শুরু ছুটি দিয়ে। এরপরও চলতি মাসে রয়েছে একাধিক ছুটি (Government Holiday)। একদিকে যেমন রয়েছে কেন্দ্রীয় সরকারের ছুটি (এনআই অ্যাক্ট অনুযায়ী) পাশাপাশি রয়েছে রাজ্য সরকারি ছুটিও। জানুয়ারি মাসে মোট ৪টি ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। যার মধ্যে ২টি পড়েছে রবিবার। অর্থাৎ জলে যাবে দু’টি হলিডে। ১ লা জানুয়ারি নববর্ষ উপলক্ষে ছুটি।

এরপর ৬ ই জানুয়ারি গুরু গোবিন্দ সিংয়ের ‘প্রকাশ পূরব’ উদযাপনের জন্য ছুটি মিলবে। তবে পাবেন কেবল শিখ সম্প্রদায়ের সমস্ত কর্মীরা। এছাড়া ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে মিলবে ছুটি। ২৬ শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসেও থাকবে ন্যাশনাল হলিডে। তবে এই দুই দিনই পড়েছে রবিবার। অর্থাৎ জলে যাচ্ছে ছুটি। হাত ছাড়া পরপর দুটি ছুটি। জানিয়ে রাখি, এনআই অ্যাক্ট, ১৮৮১ অনুযায়ী নতুন বছরে এ রাজ্যে ২৫ দিন ছুটি থাকছে। এ ছাড়াও থাকছে রাজ্য সরকারের ছুটি।

আগামী বছরের পুজোর ছুটি…

২০২৫ সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি। শোনা যাচ্ছে, পরের বারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া যাবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি। এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর।

কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা। তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি মিলতে পারে সরকারি কর্মীদের। এদিকে শেষের মতো বছরের শুরুর দিকেও থাকছে লম্বা উইকেন্ড। ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো পড়েছে রবিবার। তার পর সোমবারও ছুটি দেয়ায় পরপর তিন দিন ছুটির সুযোগ থাকবে। ২৫ সালে দোল পড়েছে ১৪ মার্চ (শুক্রবার)। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন ও শবে বরাতের জন্য শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ছুটি। ফলে তখনও টানা তিন দিন ছুটি পাওয়া যাবে। আবার ১৫ অগস্টও পড়েছে শুক্রবার। সেই সময়ও টানা ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এরম টানা ছুটির সুযোগ আরও বেশ কয়েকবার রয়েছে ২০২৫ সালে।

govt employees 9 1

আরও পড়ুন: সেই রাতে স্টেথো গলায় ঝুলিয়ে ডাক্তারের মতো কেউ, সঙ্গে আরও অনেকে! সামনে RG Kar-র CCTV ফুটেজ

এদিকে ২০২৫ সালে ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। ২০২৫ সালে স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার। গতবার থেকে রামনবমীতেও ছুটি দিচ্ছে রাজ্য। আগামী বছর রামনবমী পড়েছে (৬ এপ্রিল) রবিবার। মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না সরকারি কর্মীদের। তবে সরস্বতী পুজো রবিবার পড়লেও তার পরেরদিন অর্থাৎ সোমবারও ছুটি দেওয়া হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর