বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজ্য সরকার (Government of West Bengal) তরফে বিরাট ঘোষণা করা হয়েছে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হয়েছে গত মঙ্গলবার। যাতে রাজ্য সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীর (WB Contractual Employees) চাকরির শর্তাবলী এবং প্রাপ্য সুযোগ-সুবিধা নিয়ে যাবতীয় অস্পষ্টতা দূর করা হয়েছে।
চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিজ্ঞপ্তি রাজ্যের | Government of West Bengal
কোন ক্যাটাগরির কর্মীরা সরকারের দেওয়া বিশেষ সুবিধাগুলি পাবেন এবং কারা পাবেন না, অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে তা বলা হয়েছে। দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা তাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবি তুলছিলেন। রাজ্য সরকার ২০১১ সালের এপ্রিলের আগে নিযুক্ত কর্মীদের চাকরির নিরাপত্তা বা ‘Security of Tenure’ এবং বাৎসরিক ইনক্রিমেন্ট সহ অবসরের সুযোগ সুবিধা দিয়েছিল। পরবর্তীতে ২০১৩, ২০১৬, ২০১৯ এবং ২০২৪ সালে বিভিন্ন সময়ে আরও বিজ্ঞপ্তি জারি করে এই সুযোগ-সুবিধাগুলি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কিছু ক্ষেত্রে অস্পষ্টতা ধোঁয়াশা থেকে যায়।
প্রশ্ন উঠতে থাকে, পরবর্তী সময়ে নিযুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন কি না। এবার সেই সংক্রান্ত সমস্ত সংশয় দূর করা হল। নতুন করে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কারা এই সুবিধা পাবেন। Wbpay এর প্রতিবেদন অনুসারে, অর্থ দপ্তর তরফে জানানো হল, ২০১১ সালের ৯০০৮-এফ(পি) মেমো জারি হওয়ার পরেও বেশ কিছু ক্ষেত্রে নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমতি প্রধান করা হয়েছিল সরকার তরফে। সেই সময় নিয়োগের শর্তে যদি ওই কর্মীরা ৯০০৮-এফ(পি)-এর নিয়ম অনুযায়ী নিযুক্ত হচ্ছেন বলে উল্লেখ থাকেন, তবে তারা সেই সমস্ত সুবিধা পাবেন বলে জানানো হল।

বলা হয়েছে, এক্ষেত্রে চাকরির মেয়াদ ৫ বা ১০ বছর পূর্ণ না হলেও, তারা ২০১৩, ২০১৬, ২০১৯ এবং ২০২৪ সালে ঘোষিত বর্ধিত পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে কারা সুবিধা পাবেন না, সেই বিষয়টাও স্পষ্ট করা হয়েছে।
আরও পড়ুন: রাত পোহালেই আবহাওয়ার নয়া ‘গেম’! দক্ষিণবঙ্গ নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সময়ে বিশেষ প্রয়োজনে সম্পূর্ণ আলাদা শর্তাবলী এবং বেতন কাঠামোতে কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমোদন দেয় রাজ্য। এই বিশেষ ক্যাটাগরির কর্মীরা ৯০০৮-এফ(পি) বা তার পরবর্তী সংশোধিত অর্ডারগুলির সুবিধার আওতায় আসবেন না। তাদের ক্ষেত্রে চাকরি এবং বেতন শুধুমাত্র তাদের নিয়োগপত্রে উল্লিখিত নির্দিষ্ট শর্ত মেনেই মিলবে বলে পরিষ্কার করা হয়েছে।












