বাংলা হান্ট ডেস্কঃ মা আসছেন। হাতে আর মাত্র গোনা কিছুদিন। এ বছর সেপ্টেম্বর মাস থেকে পুজো শুরু। সেই সময় টানা ছুটি (Government Holiday) মিলবে। স্কুল-কলেজ, অফিস-কাছারি সবই বন্ধ থাকবে। তার আগে সরকারি কর্মীদের জন্য আরও সুখবর রয়েছে। অগস্ট মাসেও টানা ছুটি পাবেন সরকারি কর্মীরা। কবে কবে হলিডে? জেনে নিন।
অগস্ট মাসে ছুটির দিনগুলি | Government Holiday
অগস্ট মাসে রয়েছে পর পর ছুটির সুযোগ। শনিবার ও রবিবার বেশ কয়েকদিন ব্যাঙ্কও বন্ধ থাকবে। অগস্টে রয়েছে স্বাধীনতা দিবস, রাখি বন্ধন, জন্মাষ্টমী এবং গণেশ চতুর্থীর মতো দিনগুলি। শনিবার ছিল রাখি বন্ধন অনুষ্ঠান। তাতে ছুটি মাটি হয়েছে। তবে তাতে মন খারাপ হওয়ার বিষয় নেই। কারণ টানা ছুটি মিলবে ১৫ অগস্টের সময়।
এ বছর ১৫ অগস্ট পড়েছে শুক্রবার। সেই দিন এমনিতেই ছুটি থাকছে। এরপর পরের দু’দিন শনি এবং রবিও মিলছে ছুটি। শুক্রের পর শনিবার পড়েছে জন্মাষ্টমী। সেই উপলক্ষে ছুটি থাকছে। আর এরপর রবিবার। অর্থাৎ পর পর তিন দিন ছুটি পেতে পারেন সরকারি কর্মীরা। টানা ছুটির সুযোগ নষ্ট না করে চাইলেই কাছেপিঠে কোথাও ঘুরে আসা যেতেই পারে। তাই ঝটপট বানিয়ে ফেলুন প্ল্যান। আর বেরিয়ে পড়ুন।
জেনে রাখুন: চলতি বছরে ৮টি ছুটির দিন পড়েছে শনিবার বা রবিবার। এর মধ্যে অনেক গুলো ছুটি ইতিমধ্যেই পার হয়েছে। এরপর ২০২৫ সালে ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় সরকারি কর্মীরা বাড়তি ছুটি পাবেন না।
আরও পড়ুন: ঘুরে যাবে মোড়? সুপ্রিম কোর্টে বকেয়া DA মামলার শুনানির আগেই রাজ্য সরকারের বড় পদক্ষেপ
পুজোর ছুটি
এ বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি। শোনা যাচ্ছে, এবারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া যাবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি। এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর। কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা। তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি মিলবে।