বাংলা হান্ট ডেস্কঃ সবার জন্য এক ভ্যাকসিন নীতি এবং বিনামূল্যে কোভিড টিকার দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো পশ্চিমবঙ্গ সরকার। দেশে করোনার দ্বিতীয় ঢেউ যখন উদ্বেগ বাড়াচ্ছে, তখন রাজ্যবাসীর জন্য বিনামূল্যে ভ্যাকসিন চেয়ে কেন্দ্রের ওপর আরো চাপ বাড়ালো নবান্ন। খবর অনুযায়ী কেন্দ্র সরকারকে একক টিকাকরণ নীতি এবং বিনামূল্যে রাজ্যবাসীকে ভ্যাকসিন দেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
তৃতীয় বার ক্ষমতায় ফেরার পর মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই জানিয়েছিলেন, দ্রুত রাজ্যে তথা গোটা দেশে বিনামূল্যে ভ্যাকসিন না দিলে দেশবাসীর স্বার্থে ধরনায় বসবেন তিনি। এছাড়া আজ রাজ্যের অক্সিজেন বরাদ্দ বাড়ানোর জন্য সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে অক্সিজেনের চাহিদা আরো বাড়বে এই রাজ্যে। বর্তমানেই প্রতিদিন ৪৭০ মেট্রিকটন অক্সিজেনের প্রয়োজন হচ্ছে গোটা রাজ্যের জন্য। আগামী এক সপ্তাহের মাথায় তা বেড়ে হতে পারে ৫৫০ মেট্রিক টন। অথচ রাজ্যের মুখ্য সচিব কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে বৈঠকে এ কথা জানানো সত্ত্বেও তেমন কোনো সুরাহা হয়নি।
উল্টিয়ে এ রাজ্যের উৎপাদিত অক্সিজেন কোন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ২৬০ মেট্রিক টন। এক চিঠিতে অবিলম্বে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে নজর দেওয়ার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য করোনা ভাইরাসের এই দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে সবচেয়ে বহুমূল্য হয়ে দাঁড়িয়েছে অক্সিজেন। সম্প্রতি দেশের প্রায় সমস্ত রাজ্যে অক্সিজেনের অভাব প্রকট। বাংলায় সেই সমস্যা বিশেষ তৈরি হওয়ার কথা ছিল না। পর্যাপ্ত অক্সিজেন উৎপাদিত হয় বাংলাতেই। বরং উদ্বৃত্ত তরল অক্সিজেন অন্যান্য রাজ্যে রপ্তানিও করেছে বাংলা। কিন্তু এবার আর তা হবার উপায় নেই। এর আগেই আগামী ১৫ দিনের জন্য সকলকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।
কিন্তু শুধু সতর্ক হলেই সমস্যা মিটবে না। চাই প্রয়োজনীয় টিকা করন এবং পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনও। সেই কারণেই এবার একক টিকাকরণ নীতি ও বিনামূল্যে কোভিড টিকা প্রদানের দাবীতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য।