অবৈধভাবে তহবিল সরিয়ে করমণ্ডল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের অর্থপ্রদান! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছুদিন আগে ওড়িশার (Odisha) বালেশ্বরের (Balasore) কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়। সেই সবের পাশাপাশি আহতের সংখ্যা ছাড়িয়েছিল ১০০০। তার পরেরদিনই হেলিকপ্টারে চেপে ঘটনাস্থলের গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ভয়াবহ দুর্ঘটনার জেরে বাংলার যে সব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে ৫ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেছিলেন, “আমি জানতাম রেলের তরফে এমন মারাত্মক কোনও দুর্ঘটনা ঘটলে ১৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করে দেওয়া হয়। এখন বোধহয় ১০ লক্ষ হয়েছে সেটা। যাই হোক, আমাদের রাজ্যের তরফ থেকে মৃতদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে দেওয়া হবে।”

mamata coromondel

কিন্তু এই বিষয়টি নিয়েই এখন মমতা ব্যানার্জির উপর আক্রমণ জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। তিনি শনিবার রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন যে রাজ্য সরকার ‘বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কারস ওয়েলফেয়ার বোর্ড’ থেকে অবৈধভাবে তহবিল সরিয়ে করোমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য অবৈধভাবে টাকা জোগাড় করছেন।

টুইট করে শুভেন্দু বলেছেন, ‘সম্প্রতি, এই তথ্যটা আমাদের সামনে উঠে এসেছে যে রাজ্য সরকার ‘বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কারস ওয়েলফেয়ার বোর্ডের’ (BOCWWB) থেকে অবৈধভাবে তহবিল সরিয়ে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ প্রদান করছে। ‘

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক এরপর আরও জানিয়েছেন, ‘কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেআইনি বিচ্যুতির বিষয়টি হিসেব করে বার করেছে এবং তারা রাজ্য সরকারকে খুব কঠোরভাবে তিরস্কার করেছে।’ এখনো বিষয়টা নিয়ে রাজ্য সরকারের কারোর তরফ থেকে কোনওরকম মন্তব্য করা হয়নি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর