বাংলা হান্ট ডেস্কঃ সোমবার রাজ্যের ৩টি জেলার ৭টি আসনে ভোটগ্রহণ (Lok Sabha Election) চলছে। হাওড়া, হুগলি, শ্রীরামপুর, বনগাঁ সহ বাংলার একাধিক হাইভোল্টেজ আসনে নির্বাচন হচ্ছে আজ। সকাল থেকেই নানান প্রান্ত থেকে আসছে বিক্ষিপ্ত হিংসার খবর। কোথাও প্রিসাইডিং অফিসারকে মারধর করার অভিযোগ উঠেছে, কোথাও আবার সামনে এসেছে বিজেপি (BJP) কর্মীর ওপর হামলার খবর। সেই সঙ্গেই আবার জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আইনি নোটিশ পাঠিয়েছেন কার্তিক মহারাজ।
ভোট শুরু হওয়ার আগেই যেমন লিলুয়া ভারতীয় হাই স্কুলের ১৭৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। পোলিং এজেন্টরা মারধর করেছেন বলে অভিযোগ। সকাল সাড়ে নটা অবধি পাওয়া খবর অনুযায়ী, এই কেন্দ্রে ভোট শুরু হয়নি। কাঁদো কাঁদো মুখে, হাতজোড় করে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর কাছে অভিযোগ জানান প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে বলে খবর।
অন্যদিকে আবার মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন কার্তিক মহারাজ। ‘মমতা বন্দ্যপাধ্যায়ের মন্তব্যের কারণে ভারত সেবাশ্রমের সম্মানহানি হয়েছে। বক্তব্য প্রত্যাহার করে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে’, যদি চার দিনের মধ্যে ক্ষমা না চাওয়া হয় তাহলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কার্তিক মহারাজ।
আরও পড়ুনঃ ‘ভোট মিটে গেলে অন্তত এক বছর ভাত খাব না’, হঠাৎ কী হল রচনার? কথায় কথায় সব ‘ফাঁস’
ভোটের দিন উত্তপ্ত হয়ে উঠেছে বনগাঁর গয়েশপুরও। সেখানকার এক বিজেপি নেতা মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। জখম হয়েছেন ১ বিজেপি কর্মী। ভোটারদের বুথে যেতে দেওয়া হচ্ছে না, এর প্রতিবাদ করায় হামলা করা হয় বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই এই ঘটনায় নির্বাচন কমিশনের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে।
ভোটের দিন সকাল থেকে নিজ লোকসভা কেন্দ্রের নানান বুথে ঘুরছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন বুথের কাছে পদ্ম প্রার্থীকে দেখতে পেয়ে তৃণমূলের তরফ থেকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। সেই সঙ্গেই ব্যারাকপুরে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সম্পূর্ণ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।