সুতোর উপর ঝুলছে ৩২,০০০ চাকরি! হাইকোর্টে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় বড় আপডেট

Published on:

Published on:

tet scam(1)

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি আবহেই ভয় ধরাচ্ছে প্রাথমিকের টেট দুর্নীতি মামলা (TET Scam)। কলকাতা হাইকোর্টে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি ঝুলছে। জানা যাচ্ছে, আগামীকাল সোমবার ১৪ই জুলাই, এই মামলার শুনানি হতে চলেছে। কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠবে বলে সূত্রের খবর।

প্রাথমিকের চাকরি ঝুলছে ৩২০০০-এর | TET Scam

সোমবার কলকাতা হাইকোর্টের ১১ নম্বর এজলাসে দুপুর ২টো নাগাদ এই মামলার শুনানির সম্ভাবনা। এই মামলার গত শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তী প্রশ্ন করেন, ‘দুর্নীতি ধরা পড়লে, চাকরি বিক্রিতে প্রশাসনের কর্তা-ব্যক্তিরা জড়িত আছেন তা জানলেও কি একজন বিচারপতি চুপ করে থাকবেন?’

একইসাথে স্পষ্ট মন্তব্য করে বিচারপতি বলেন, “প্রাথমিক এর ৩২ হাজার চাকরি বাতিল মামলায় কে সুবিধা পেয়েছে, কে পায়নি সেটা দেখবো না। দুর্নীতি দেখলে পদক্ষেপ করবো।” সোমবার প্রথমবারের জন্য এই মামলায় “বঞ্চিত চাকরিপ্রার্থীরা” তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরবেন। তাদের আইনজীবীরা প্রাথমিক প্যানেল বাতিল, অথবা চাকরি বাতিল করার দাবি তুলতেন পারে আদালতে।

কোন মামলা?

২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ৪২ হাজার ৯৪৯ জন চাকরি পান। কিন্তু, নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে একাধিক ‘ক্রুটি’র কথা জানিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর প্রেক্ষিতে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দেন। নতুন নিয়োগের নির্দেশ দেওয়া হয় রাজ্যকে।

calcutta high court

আরও পড়ুন: SSC ২৬০০০ ইস্যুতে বাড়ছে চাপ! সোমে বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন চাকরিহারারা, ঠিক কী হতে চলেছে?

এরই মধ্যে হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ পাল্টা ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই মামলাই বর্তমানে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে চলছে। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৩ জুলাই। একেই এসএসসি কাণ্ডে ২৬০০০ চাকরি মামলায় জট অব্যাহত। সেই আবহে প্রাথমিকের ৩২০০০ মামলায় হাইকোর্ট কী নির্দেশ দেন, সেদিকে নজর রয়েছে সকলের।