বাংলা হান্ট ডেস্কঃ গত সাত তারিখ সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি (SSC Recruitment Scam)। গত শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানায় সব পক্ষর সম্মতি থাকলে ১৫ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে।
গত শুনানিতে এই মামলায় রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। সিবিআই যাতে যোগ্য-অযোগ্যদের বাছাই করে রিপোর্ট দেয় তা বলা হয়েছিল। প্রসঙ্গত, এই মামলার আগের শুনানিতে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন ওরফে এসএসসি (SSC)।
সেই সময় যোগ্য-অযোগ্যদের বাছাই করার কথা সাফ বলে দেয় সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি মন্তব্য করেন, “নম্বর কারচুপি হয়েছে। লিখিত পরীক্ষায় প্রার্থীদের নম্বর বৃদ্ধি করা হয়েছে।” রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতির প্রশ্ন ছিল, যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কি?
রাজ্যের আইনজীবী সমর্থন জানিয়ে বলেন, তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতে বলেন, নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করা সম্ভব কি? প্রধান বিচারপতি সাফ বলেন, “যোগ্য-অযোগ্য বাছাই করা না-গেলে পুরো প্যানেল বাতিল বাতিল করতে হবে।”
যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করতে গেলে মেটা ডেটা খুঁজে বের করার কথা বলেন প্রধান বিচারপতি। চিফ জাস্টিস বলেন, “মেটা ডেটা খুঁজে বের করা না গেলে যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারব না।” ‘কমিশন মিরর ইমেজ রাখেনি। আসল কপি নেই। স্ক্যান কপি রয়েছে। যার সঙ্গে এসএসসির বসানো নম্বরের মিল নেই। পাশাপাশি স্ক্যানিং-এ অনিয়ম করা হয়েছে।” মন্তব্য করেন বিচারপতি।
আরও পড়ুন: এ বছরের মত উধাও শীত? আজ বৃষ্টি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায়? আবহাওয়ার খবর
উল্লেখ্য, চলতি বছর ১৮ এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে। উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ২৬০০০ জনের।
হাইকোর্টের রায়ের ৪৮ ঘণ্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে। সকলকে রক্ষাকবচ দিয়েছে আদালত। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের (ssc recruitment scam) চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও। সেই মামলাই এখনও ঝুলছে শীর্ষ আদালতে। ঝুলছে ২৬০০০ মানুষের ভাগ্যও।