বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়ে দিয়েছিলেন যে কেন্দ্র সরকার নির্ধারিত জাতীয় শিক্ষানীতি এ রাজ্যে হবুহু মানা হবে না। জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক (Madhyamik Examination) বা বোর্ড পরীক্ষা তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেই নির্দেশ মানার কোনওরকম পরিকল্পনা নেই রাজ্যের। শনিবার সেই সিদ্ধান্তেই শীলমোহর পড়ল।
রাজ্য তরফে জানানো হয়েছে এতদিন যেভাবে মাধ্যমিক পরীক্ষা চলে আসছিল, রাজ্যের শিক্ষানীতিতে সেভাবেই মাধ্যমিক পরীক্ষা চলবে। অর্থাৎ দশম শ্রেণীতে বোর্ড বা মাধ্যমিক থাকছেই। পাশাপাশি টানাপোড়েনের মাঝেই নয়া শিক্ষানীতি (West Bengal State Education Policy) চালু করল রাজ্য।
শনিবার নতুন শিক্ষানীতি স্কুল শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে ১৭৮ পাতার নয়া শিক্ষা নীতি আপলোড করা হয়েছে। যার মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে আমূল পরিবর্তন ঘটবে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়, সেই লক্ষ্যেই এই নয়া শিক্ষানীতি। রাজ্যের এই শিক্ষানীতি অনুসারে মাধ্যমিক বা দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা রেখে দেওয়ার সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এককথায় কেন্দ্রীয় সুপারিশকে তোয়াক্কা না করে রাজ্যের শিক্ষানীতি ঢেলে সাজানোর চেষ্টা করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন: আবহাওয়ার বিরাট পাল্টি! ফের ঘূর্ণাবর্তের হুঙ্কার, হবে তোলপাড়, লেটেস্ট ওয়েদার আপডেট
এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য, মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা অবশ্যই থাকা প্রয়োজন। উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে পড়ুয়াদের নিজেদের প্রস্তুতি হিসেবে এবং মূল্যায়নে মাধ্যমিক পরীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: DA আন্দোলনের মাঝেই সুখবর! শীঘ্রই বেতন বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের, খুশি সকলে
রাজ্যের শিক্ষা নীতি অনুযায়ী, এবার থেকে নবম ও দশম শ্রেণি মিলিয়ে মাধ্যমিক হতে পারে। তবে জারি থাকবে সেমেস্টার পদ্ধতি। এর পর একাদশ – দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার ব্যবস্থার কথা বলা হয়েছে। আগামী তিন বছরে ধাপে ধাপে এই সেমেস্টার ব্যবস্থা অষ্টম শ্রেণি থেকে শুরু করার জন্যও সুপারিশ করেছে কমিটি।