বাংলা হান্ট ডেস্কঃ এসআইআরের এনুমারেশন ফর্মের পর্ব শেষ হয়েছে গত ১২ ডিসেম্বর। এবার রাজ্যের ভোটারদের নজর ১৬ ডিসেম্বরের দিকে। ওই দিন প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা (WB Voter List)। তবে শুধু তালিকা প্রকাশই নয়, এই পর্যায়ে বহু ভোটারকে নিয়ে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারা হিয়ারিংয়ে ডাক পাবেন? কারা নতুন করে আবেদন করবেন? এবং ভুল তথ্য দিলে কী হতে পারে তার ফল? এগুলোই
খসড়া তালিকা প্রকাশ (WB Voter List) ১৬ ডিসেম্বর
নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৬ ডিসেম্বর রাজ্যে খসড়া ভোটার তালিকা (WB Voter List) প্রকাশ করা হবে। এসআইআরের আওতায় এনুমারেশন ফর্ম জমা দিলেও অনেক ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। সেই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় তোলা হবে।
খসড়া তালিকায় নাম নেই, হিয়ারিংও হয়নি, তাহলে কী করবেন?
যে সব ভোটারের নাম খসড়া তালিকাতেও (WB Voter List) নেই এবং তাঁদের হিয়ারিংয়েও ডাকা হয়নি, তাঁদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারকে ফর্ম ৬ (অ্যানেক্সার ৪) ফিলআপ করতে হবে বলে জানানো হয়েছে।
হিয়ারিংয়ে গেলে কোন নথি লাগবে?
এনুমারেশন ফর্ম জমা দেওয়া যেসব ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে, তাঁদের আধার কার্ড ছাড়াও মোট ১১টি নথির মধ্যে যেকোনও একটি সঙ্গে রাখতে হবে। সেই নথিগুলি হল –
- ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের ব্যাঙ্ক, পোস্ট অফিস বা এলআইসির নথি
- সরকারি কর্মীদের চাকরি সংক্রান্ত নথি বা পরিচয়পত্র এবং অবসরপ্রাপ্তদের পেনশনের নথি
- জন্মের শংসাপত্র
- পাসপোর্ট
- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতক ডিগ্রির সার্টিফিকেট
- সরকারি বাড়ি পেয়ে থাকলে তার নথি বা সার্টিফিকেট
- সরকারের তরফে দেওয়া জমির শংসাপত্র
- স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার
- ফরেস্ট রাইট সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র
- অসমের নাগরিকদের ক্ষেত্রে এসআরসি নথি
এনুমারেশন ফর্মে ভুল তথ্য দিলে কী হবে?
রিপোর্ট অনুযায়ী, এসআইআরের এনুমারেশন ফর্মে অনেক ভোটারের তথ্যেই গরমিল থাকতে পারে। যদি প্রমাণ হয় যে কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছেন, তাহলে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৭ নম্বর ধারায় মামলা দায়ের করা হতে পারে। এই ধারায় সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানারও বিধান রয়েছে।

আরও পড়ুনঃ ৭০ লক্ষ টাকার হিসাবে গরমিল! বন্ধ শহরের ব্যস্ততম বাস রুট, ভোগান্তিতে যাত্রীরা
কত জনের নাম বাদ পড়ছে, কত জনের তথ্য যাচাই হবে?
নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে, ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় (WB Voter List) রাজ্যে মোট ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১ জনের নাম বাদ পড়তে পারে। পাশাপাশি বিভিন্ন অসঙ্গতির কারণে প্রায় ১.৬৭ কোটি ভোটারের তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।












