একটু পরেই ঘন কালো মেঘে ঢাকবে আকাশ! আজ বৃষ্টি দক্ষিণবঙ্গের এই ১০ জেলায়: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: দাপট দেখাচ্ছ ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung)। বর্তমানে সিস্টেমটি অন্ধ্রপ্রদেশে ঢুকেছে। তবে পশ্চিমবঙ্গে এই ঝড়ের সরাসরি কোনও প্রভাব পড়বে না। তাই এ রাজ্যের জন্য সতর্কতা জারি নেই। তবে সাইক্লোন পরোক্ষ প্রভাব ফেলবে বাংলায় (West Bengal)।

আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, সিস্টেম যত এগোবে তত মেঘ ঢোকা শুরু হবে বঙ্গে। ইতিমধ্যেই মেঘ ঢোকা শুরুও হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে আবহাওয়ার বদল হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।

   

আরও পড়ুন: আজকের রাশিফল ৫ ডিসেম্বর মঙ্গলবার, বজরঙ্গবলীর কৃপায় কর্মক্ষেত্রে সমস্ত বাধা কাটবে চার রাশির

হাওয়া অফিসে জানিয়েছে, আপাতত বেশ কিছুদিন পুরোপুরি মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি চলবে।

আরও পড়ুন: লাল ঝড়ে উড়ে গেল তৃণমূল! গাইঘাটায় CPM-র দাপটে এক্কেবারে ধূলিসাৎ শাসকদল

আজ ও আগামীকাল অর্থাৎ মঙ্গল ও বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে।

Cyclone Midhili can affect on three district in south bengal weather update 

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ৯ তারিখের পর থেকে মেঘমুক্ত ঝলমলে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। তবে জাঁকিয়ে পড়তে চলছে শীত। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যেতেই শীতের স্পেল শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গে চলতি সপ্তাহেই কিছুটা নামবে তাপমাত্রা। দার্জিলিং ও কালিম্পঙ এ সামান্য বৃষ্টি হতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর