দীপাবলির আগে হল না DA মামলার রায়দান, কবে হতে পারে? সুপ্রিম কোর্ট তরফে কি আপডেট

Published on:

Published on:

dearness allowance(5)

বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন ধরে সুপ্রিম কোর্টে (Supreme Court) ঝুলে ছিল রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা (Dearness Allowance)। কিছুদিন আগে এই মামলার শুনানি শেষ হয়েছে। কিন্তু এখনও রায়দান করেন নি বিচারপতিরা। চূড়ান্ত শুনানি শেষে মামলার স্ট্যাটাস “Heard and Reserved”। আপাতত সর্বোচ্চ আদালতের দিকে নজর সকলের।

ডিএ মামলার রায়দান কবে? Dearness Allowance

কবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায়দান হবে? এই নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছিল দীপাবলির আগেই ডিএ মামলার রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা হল না। আপাতত ডিএ মামলার রায়দান হওয়ার সম্ভাবনা নেই। কারণ সুপ্রিম কোর্টে দীপাবলির ছুটি ২০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত থাকছে। তারপর খুলবে কোর্ট।

নভেম্বর মাসে ডিএ মামলার রায়দান হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মীদের একাংশের মতে, নভেম্বরের মধ্যে বা চলতি বছরের মধ্যেই ডিএ মামলায় রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, আবার আগামী ২২ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে।

উল্লেখ্য, ডিএ মামলার চূড়ান্ত শুনানির দিন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, ডিএ মামলায় সব পক্ষকেই রিপোর্ট জমা করতে হবে। সেই মত রাজ্য সরকার মামলাকারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠনের পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে সুপ্রিম নির্দেশ অনুযায়ী। আপাতত রায়দানের অপেক্ষায় সকলে।

dearness allowance(39)

আরও পড়ুন: দফায় দফায় তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু, ‘জগদ্ধাত্রী পুজোর সময় আবার আসব’, চ্যালেঞ্জ বিরোধী দলনেতার

সূত্রের খবর, সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ডিএ মামলা ইস্যুতে রাজ্য সরকারের রিপোর্ট ও পেশ করা তথ্য সহ মামলাকারী ও সংগঠনগুলির রিপোর্ট ও তথ্য খতিয়ে দেখার কাজ প্রায় শেষের পথে। আর সেই কারণেই দীপাবলির আগে রায়দান হতে পারে বলে আশা করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তবে তা হল না। কবে রায়দান হতে পারে সেই সংক্রান্তও কোনও ঘোষণা হয়নি সুপ্রিম কোর্ট তরফে।