বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড় আপডেট। ইতিমধ্যেই পুজোর ছুটি শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকারি কর্মীদের। উল্লেখ্য, পুজোর ছুটি শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর, শুক্রবার থেকে। টানা ছুটির চলবে। এরপর অফিস খুলবে ৮ অক্টোবর। তাহলে কী লক্ষ্মীর ভাণ্ডারের (Government Scheme) টাকা এবার দেরিতে মিলবে?
আগাম মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা | Lakshmir Bhandar
সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য তরফে জানানো হয়, লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যে জয় বাংলা পেনশন, তার সুবিধা প্রাপকদের সেপ্টেম্বর মাসের ভাতার টাকা ১ অক্টোবরই তাঁদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এবার আগাম মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। অর্থাৎ লক্ষ্মীপুজোর আগেই লক্ষ্মীলাভের সম্ভাবনা।
প্রকল্পের টাকা ১ তারিখ ঢুকে গেলে সুবিধাভোগীরা উৎসবের আনন্দে শামিল হতে পারবেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার।
এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। প্রতি মাসেই প্রথমের দিকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হবে না। পাশাপাশিপেনশন মিলবে আগামী ১লা অক্টোবর।
আরও পড়ুন: সন্ধিপুজোর আগেই শুরু বৃষ্টি, দক্ষিণবঙ্গে বজ্রঝড়ের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর
জানিয়ে রাখি, উল্লেখ্য সেপ্টেম্বর মাসের বেতন, ইতিমধ্যেই ২৪ এবং ২৫ সেপ্টেম্বর পেয়ে গিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। সেপ্টেম্বর মাসের বেতন নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই হাতে পেয়েছেন সরকারি কর্মীরা।