বাংলা হান্ট ডেস্ক: নতুন শিক্ষাবর্ষি শুরু হতে না হতেই প্রতিটি স্কুলে শুরু হয়ে গিয়েছে প্রাথমিক পড়ুয়াদের প্রথম সামিটিভ পরীক্ষার ঘন্টা। পরীক্ষার শুরু হওয়ার আগে ফের সিদ্ধান্ত নিও পিছনে এল প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। চলতি মাসের ২৫ অগস্ট থেকে শুরু হতে চলেছে প্রাথমিকের সামিটিভ পরীক্ষার। যা চলবে ৩০ আগস্ট পর্যন্ত। সূত্রের খবর, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার প্রশ্নপত্র করছেন না পর্ষদ। এমনটাই বুধবার জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
প্রাথমিক পর্যায়ক্রমিক পরীক্ষার প্রশ্ন করবে বিদ্যালয়, দাবি পর্ষদের (WBBPE)
বর্তমানে প্রাথমিক স্কুল স্তরে ছাত্র ছাত্রীদের পরীক্ষাকে তিনটি সামেটিভ পরীক্ষার মূল্যায়নে ভাগ করা হয়েছে। যার মধ্যে প্রথম সামেটিভ হয়েছে এপ্রিল মাসের শেষে। এরপর দ্বিতীয় সামেটিভ হবে আগস্ট মাসে। আর তৃতীয় সামেটিভ অর্থাৎ চূড়ান্ত পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। আর এই তিনটে সামেটিভ নিয়ে পড়ুয়াদের নম্বর মূল্যায়ন করা হবে। তবে এই পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানান, এবার থেকে প্রশ্নপত্র তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পর্ষদের তরফ থেকে। তবে জেলা স্তরের যে পরিকাঠামো থাকা দরকার সেগুলো এখনো সম্পূর্ণ হয়নি। তাই পরীক্ষার প্রশ্নপত্র করবে স্কুল।
প্রসঙ্গত, এর আগে প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মূল্যায়নের প্রশ্নপত্র কখনোই পর্ষদের তরফ থেকে (WBBPE) করা হয়নি। এতদিন পর্যন্ত সে প্রশ্নপত্র গুলো করতো স্কুল কর্তৃপক্ষ নিজেই। তবে কয়েকদিন আগে পর্ষদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা এবার থেকে প্রশ্নপত্র করবে। এমনকি এই বিষয়ে পর্ষদের তরফ থেকে ব্যাখ্যাও দেওয়া হয়েছিল। তবে বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে দেখা গিয়েছে, বহু স্কুল প্রশ্ন পত্র তৈরির সময় তারা যতটা পড়িয়েছেন তার ওপর নির্ভর করেই প্রশ্নপত্র তৈরি করি হয়। এর ফলে রাজ্যের সমস্ত স্কুলের পড়ুয়াদের সমানভাবে মূল্যায়ন করা হয় না। তাই পর্ষদের (WB Primary Education Board) তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারা এবার থেকে প্রশ্নপত্র তৈরি করবে।

আরও পড়ুন: আহা! রাজ্য সরকারি স্কুলের মিড-ডে-মিলে এবার ইলিশ উৎসব, খুশির হাওয়া মথুরাপুর বিদ্যালয়ে
তবে ২৫ অগস্ট থেকে শুরু হচ্ছে প্রাথমিকের (Primary) দ্বিতীয় সেমেটিভ পরীক্ষা। এই পরীক্ষায় শুরু হওয়ার দু সপ্তাহ আগে পর্ষদের প্রশ্ন করা থেকে পিছিয়ে আসা নিয়ে উঠছে নানা ধরনের প্রশ্ন। এই বিষয়ে শিক্ষাবিদদের একাংশের প্রশ্ন এতে আর্থিক ক্ষতি হলো পর্ষদের। এতদিনে নিশ্চয়ই প্রশ্নপত্র ছাপা হয়ে গিয়েছিল। এবং গত ৩১’জুলাই প্রাথমিক শিক্ষা পর্ষদের দ্বিতীয় সামিটিভ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। এই প্রসঙ্গে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের বক্তব্য, হাতে মাত্র আর কয়েকটা দিন এর মধ্যে কিভাবে স্কুলগুলো প্রশ্ন করবে তা নিয়ে তারা চিন্তিত।
যদিও, প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) এই ঘটনা প্রথম নয়। এর আগেও পর্ষদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল সেমিস্টার সিস্টেম চালু করা হবে। তবে তার কিছুদিন পরেই মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যই সভায় জানানো হয় তিনি এই বিষয়ে কিছুই জানেন না। এহেনো ঘটনায় বিস্তর জল ঘোলা হয়েছিল।












