বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরে রাজ্যের স্কুলগুলিতে শৃঙ্খলা ফেরাতে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রকাশিত হল নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার (School Academic Calendar 2026), যাতে স্কুলের সময়, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের আচরণ, পরীক্ষা এবং ছুটি, সব কিছুই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ম রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার-পোষিত স্কুলে মানতেই হবে বলে জানানো হয়েছে।
কী কী বলা আছে নোটেছে একাডেমিক ক্যালেন্ডারের (School Academic Calendar 2026)নোটিশে?
পর্ষদের গাইডলাইন অনুযায়ী স্কুলের নির্দিষ্ট সময় ঠিক করে দেওয়া হয়েছে। নিম্নে বিস্তারিত বর্ণনা করা হল –
- বিদ্যালয়ে পৌঁছানোর সময় হবে সকাল ১০টা ৩৫ মিনিট।
- সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত হবে প্রার্থনা সভা।
- ক্লাস শুরু হবে সকাল ১০টা ৫০ মিনিটে।
- স্কুল ছুটি হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।
শিক্ষক-শিক্ষিকাদের জন্যও কড়া নিয়ম
- শিক্ষকদের সময়মতো স্কুলে আসা বাধ্যতামূলক করা হয়েছে।
- সব শিক্ষক-শিক্ষিকাকে ১০টা ৪০ মিনিটের মধ্যে প্রার্থনা সভায় হাজির থাকতে হবে।
- ১০টা ৪০-এর পরে এলে ‘লেট’ ধরা হবে।
- আর সকাল ১১টা ১৫ মিনিটের পরে এলে সেদিন অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।
- সরকারি কোনও বিশেষ কাজ না থাকলে বিকেল ৪টা ৩০ মিনিটের আগে স্কুল ছাড়ার অনুমতি নেই।
- পড়ানোর সময় ক্লাসরুম বা ল্যাবে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
- পরীক্ষার সময় ইনভিজিলেটর থাকাকালীনও মোবাইল চালানো নিষিদ্ধ।
- এছাড়াও নিয়ম অনুযায়ী ব্যক্তিগত লাভের জন্য প্রাইভেট টিউশন পড়ানো যাবে না।
প্রধান শিক্ষকদের দায়িত্ব কী?
পর্ষদের নির্দেশে জানানো হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ছাত্রছাত্রীদের কাছে ঠিকভাবে পৌঁছচ্ছে কি না, তা দেখার দায়িত্ব থাকবে শিক্ষকদের উপর। স্কুল চত্বর তামাকমুক্ত রাখা, ছাত্রছাত্রীদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা, এই সবই প্রধান শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
ছাত্রছাত্রীদের জন্য নির্দেশ
ছাত্রছাত্রীদের শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে পর্ষদ।
স্কুলে মোবাইল বা স্মার্টফোন নিয়ে আসা পুরোপুরি নিষিদ্ধ।
বিদ্যালয় চত্বর পরিষ্কার রাখতে হবে এবং কোনও রকম মারপিট বা বিশৃঙ্খলা করা যাবে না।
পরীক্ষা কবে হবে?
২০২৬ শিক্ষাবর্ষে তিনটি সামেটিভ পরীক্ষার সময় আগেই জানিয়ে দেওয়া হয়েছে। দিনগুলি হল –
- প্রথম সামেটিভ পরীক্ষা হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে।
- দ্বিতীয় সামেটিভ হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে।
- তৃতীয় সামেটিভ পরীক্ষা হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে।

আরও পড়ুনঃ হাইকোর্ট নির্দেশের পর SSC SLST নিয়ে এল বড় আপডেট, ইন্টারভিউ ডেট ও কাট-অফ প্রকাশ করল কমিশন
স্কুল খোলা ও ছুটির হিসাব
২০২৬ সালে মোট ৩৬৫ দিনের মধ্যে ৫২টি রবিবার এবং ৬৫টি সরকারি ছুটি বাদ দিয়ে স্কুল খোলা থাকবে ২৪৮ দিন।
এই সময়ের মধ্যে পরীক্ষা ও অন্যান্য কাজের জন্য ৩০ দিন ধরা হয়েছে। ফলে ক্লাস নেওয়ার জন্য শিক্ষকরা পাবেন মোট ২১৮ দিন। এই নতুন নিয়মের (School Academic Calendar 2026) মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলিতে পড়াশোনার পরিবেশ আরও গুছিয়ে আনতেই চাইছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।












