বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার পরিচালনায় আবারো তৎপরতার নজির রাখল। কারণ শব্দ প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাধ্যমে পর্ষদ রাজ্যের সমস্ত স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয় গুলি প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের উদ্দেশ্যে একটি বার্তা প্রদান করেছেন। যেখানে বলা হয়েছে ২০২৫ সালের নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার বিতরণের বিষয়ে। এই টেস্ট পেপার বিতরণের বিষয়ে পর্ষদের মন্তব্য এর মাধ্যমে স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি পড়ুয়াদের মধ্যে তৎপরতা বৃদ্ধি পাবে।
নবম শ্রেণীর শিক্ষার্থীরা সতর্ক! রেজিস্ট্রেশন ও টেস্ট পেপারের নতুন তারিখ (WBBSE)
মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী, নবম শ্রেণীর পড়ুয়াদের রেজিস্ট্রেশন এর সার্টিফিকেট বিতরণের দিন ছিল ২৩ ডিসেম্বর ২০২৫। কিন্তু প্রশাসনিক সুবিধার্থে ও পড়ুয়াদের কথা মাথায় রেখে সেই সময়সূচিতে আসতে চলেছে বড় পরিবর্তন। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরনো তারিখের থেকে দশ দিন এগিয়ে আনা হলো এই সার্টিফিকেট বিতরণের দিন।

আরও পড়ুন: সময় ও খরচ দুটোই বাঁচান! রেলের নতুন অ্যাপে এক ক্লিকেই কনফার্ম টিকিট, সঙ্গে মিলছে দারুণ ডিসকাউন্ট
অর্থাৎ, বিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সংশ্লিষ্ট ক্যাম্প থেকে আগামী ১২ ডিসেম্বর ও ১৩ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে এই নথিগুলো সংগ্রহ করে ফেলেন। এছাড়াও এই সময়সূচি পরিবর্তনের ফলে বিদ্যালয়গুলি তাদের প্রশাসনিক কাজ তাড়াতাড়ি সম্পন্ন করার সুযোগ পাবে। পাশাপাশি ক্যাম্প অফিস গুলি ওই দুদিন সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত খোলা থাকবে বলে জানা গিয়েছে।
শুধু মাত্র যে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন দেওয়া হবে তা নয়। এর পাশাপাশি ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখেও নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অর্থাৎ এই একই দিনে ক্যাম্প গুলি থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত official test paper বিনামূল্যে বিতরণ করা হবে। যার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই টেস্ট পেপারগুলো অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও এই বিষয়ে পর্ষদের তরফ থেকে মনে করা হচ্ছে, এই নির্দেশিকা মেনে বিদ্যালয়ের প্রধানদের অনুরোধ করা হয়েছে তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে যাবতীয় নথি সংগ্রহ করে। পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে সেই নথিগুলো যাতে তাড়াতাড়ি তুলে দেওয়ার ব্যবস্থা করেন তারা। এছাড়াও নবম শ্রেণীর পড়ুয়ারা যাতে তাদের তথ্যের সঠিক যাচাই করার সুযোগ পায়। ও দশম শ্রেণীর পড়ুয়ারা মাধ্যমিকের (WBBSE) প্রস্তুতি নেওয়ার আরও বেশি সময় পায় সেই দিক ও নজর দিতে বলেছেন।












