বড় আপডেট! কবে নাগাদ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, জানিয়ে রাখল সংসদ

Published on:

Published on:

WBCHSE announces higher secondary results will be out by the end of october

বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসের শেষে প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের (WBCHSE) রেজাল্ট। কারণ এখন রাজ্যে উচ্চমাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে হয়। সেই কারণে তৃতীয় সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম পর্বের রেজাল্ট প্রকাশিত হবে ৩১ অক্টোবর। এমনটাই জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে।

সংসদ ঘোষণা, উচ্চ মাধ্যমিকের ফল হবে অক্টোবর মাসের শেষে (WBCHSE)

শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ বছরের উচ্চ মাধ্যমিকের (WBCHSE) প্রথম পর্যায়ে অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পরীক্ষার রেজাল্টের তারিখ ঘোষণা করেছেন। এবং তিনি জানান চলতি বছর উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষায় অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন।

WBCHSE announces higher secondary results will be out by the end of october

আরও পড়ুন: চা-প্রেমীদের জন্য জরুরি খবর! দিনে কত কাপ চা খাওয়া নিরাপদ, জানালেন করিনার পুষ্টিবিদ

প্রসঙ্গত এই বছর তৃতীয় সেমিস্টার শুরু হয়েছিল ৮ সেপ্টেম্বর। সেই সেমিস্টার শেষ হয় ২২ সেপ্টেম্বর। হিসেব মতো পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। পাশাপাশি সভাপতি জানান, ৩১ অক্টোবর বেলা ১টায় ওয়েবসাইটে ফলাফল জানা যাবে।

সংসদের তরফ থেকে আরও জানানো হয়েছে, ফলাফলের পাশাপাশি পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর শতাংশ প্রকাশ করে প্রথম দশ জনের নামও জানানো হবে। ‌ তবে তা মেধাতালিকা নয়। চতুর্থ সেমিস্টার বা উচ্চমাধ্যমিকের চূড়ান্ত সেমিস্টারের পরে সেই মেধা তালিকা ঘোষণা করা হবে।

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষাটি হবে। এবং এই পরীক্ষাই শুরু হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি থেকে। যার শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। এরপরই ফল প্রকাশিত হবে এবং তারপর চূড়ান্ত মার্কশিট দেওয়া হবে প্রতিটি পরীক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, সেমিস্টারে কোন পরীক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তা ওয়েবসাইটের পিডিএফ-এ ফরমেটে দেওয়া থাকবে। এছাড়াও থাকবে মোট নম্বরে শতাংশের হার। পাশাপাশি পরীক্ষার্থীদের পাশ ফেল এর বিষয়টিও উল্লেখ থাকবে ওয়েবসাইটের প্রকাশিত ফলাফলে (WBCHSE)।