নির্ধারিত সময়ের আগেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ২০২৭ থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম

Published on:

Published on:

WBCHSE major changes to the Higher Secondary School timetable from 2027

বাংলা হান্ট ডেস্ক: ২০২৭ সালের আসন্ন উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষার এগিয়ে আনলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। জানা যায় সময়সীমা থেকে ১০ মিনিট পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ নির্ধারিত সময় সীমার আগে শুরু হবে এই পরীক্ষাগুলি।

২০২৭ থেকে উচ্চ মাধ্যমিকের সময়সূচিতে বড় পরিবর্তন (WBCHSE)

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (WBCHSE) পরীক্ষার প্রথম সেমিস্টার শেষ হয়েছে ২২ সেপ্টেম্বর। সেখানে ওএমআর শিটে অংক, পদার্থবিদ্যা, হিসাব শাস্ত্র ও রাশি বিজ্ঞানের মতন পরীক্ষাগুলিতে  (Exam)সময়ের অভাবে অনেকেই সম্পূর্ণ পরীক্ষার উত্তর দিতে পারেনি। তাই সেই কথা মাথায় রেখে পরীক্ষার সময়সীমা এগিয়ে আনা হয়েছে বলে জানা যায়।

WBCHSE major changes to the Higher Secondary School timetable from 2027

আরও পড়ুন:উৎসবের দিনে অতিথি আপ্যায়নে বিশেষ পদ, মাছের রায়তার অসাধারণ রেসিপি, জানুন প্রণালী

এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এক কর্তা জানান, চলতি বছর পরীক্ষায় বেশ কিছু পরীক্ষার্থী সময়ের অভাবে উত্তর দিতে না পারায় সমস্যায় পড়েছিলেন। তাই এই ধরনের সমস্যার সম্মুখীন যাতে আর অন্য কোন ছাত্র-ছাত্রীকে হতে না হয় তার জন্য সময়সীমা এগিয়ে আনা হল।

কারণ এই প্রথম ওএমআর শিটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা। অন্যান্য উল্লেখিত পরীক্ষাগুলোতে পরীক্ষা দিয়ে এসে বেরিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা জানান, পরীক্ষা যা ছিল তাতে ভালো ফল হওয়ার কথা। কিন্তু দীর্ঘ প্রশ্ন-পত্র শেষ করার সময় পেলাম না। আবার অনেক পরীক্ষার্থীর জানান তারা সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। সময়ের অভাবে অনেকগুলিতে আন্দাজের মাধ্যমে উত্তর দিতে হয়েছে।

এই দীর্ঘ প্রশ্নপত্রের জন্য পরীক্ষার্থীদের অসুবিধা সম্মুখীন হবার কথা স্বীকার করে নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই প্রসঙ্গে সংসদের এক কর্মকর্তা বলেন, এই সময়ের মতন এত বড় প্রশ্নের উত্তর দেওয়া সত্যিই অসুবিধার। যারা প্রশ্ন করেছেন তাদের সতর্ক হওয়া আরও উচিত ছিল। প্রসঙ্গত শিক্ষা সংসদের সভাপতি আশ্বস্ত করেছেন, পড়ুয়াদের সত্যের কথা মাথায় রেখে তাদের মূল্যায়ন করা হবে। এছাড়া ১২ ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিকের (WBCHSE) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হবে। যা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রথম সেমিস্টারের পরীক্ষায় যেখানে ১০ টা থেকে ১১টা ১৫ অব্দি হয়েছিল। সেখানে পরের বছরের পরীক্ষা হবে ৯ টা ৫০ থেকে ১১ টা ১৫ অব্দি।