পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন সংসদের তরফ থেকে, উচ্চ মাধ্যমিকের ওএমআর শিট যাবে সরাসরি স্কুলে

Published on:

Published on:

WBCHSE new rules for OMR sheet distribution schools will receive the sheets
Follow

বাংলা হান্ট ডেস্ক: একদিকে বছর শেষের দিকে। তার ওপর হাতের গুনে কয়েকটা দিন তারপরই হবে উচ্চমাধ্যমিকের (WBCHSE) চতুর্থ অর্থাৎ ফাইনাল সেমিস্টার। অন্যদিকে তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র ও ওএমার শিট পাঠানো নিয়ে বিপাকে পড়তে হয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কে। কারণ একই সঙ্গে বহু পাতা ও সংবলিত এমসিকিউ ধাঁচের প্রশ্ন এবং তার জন্য সেট ও শূন্য এমিয়ারের সিট পাঠানো হয়েছিল। যার ফলে বহন বেড়েছিল। এই অবস্থায় এমনও হয়েছিল যেগুলি খালাসের জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে বহু ট্রাক।

ওএমআর বিতরণে নতুন নিয়ম,উচ্চ মাধ্যমিকে স্কুলই পাবে শিট (WBCHSE)

এছাড়াও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই সময় প্রশ্নপত্র পাঠাতে ও সমস্যা সৃষ্টি হয়। এর ফলে উচ্চ মাধ্যমিকের (WBCHSE) ফাইনাল সেমিস্টার এর আগে শিক্ষা নিয়ে আরো একবার অন্য ব্যবস্থা নিচ্ছে সাংসদ। জানা যায় প্রশ্নপত্র ও ও এম আর শিট পৃথকভাবে পাঠাতে চলেছেন এবার তারা। যার জন্য ডেকে পাঠানো হয়েছে পৃথক টেন্ডার।

WBCHSE new rules for OMR sheet distribution schools will receive the sheets

আরও পড়ুন: নিরামিষ পোলাও খেয়ে মুখে চর পড়েছে? স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন ভিন্ন ধরনের এই রেসিপিটি

সূত্রের খবর, এমসিকিউ প্রশ্নপত্র এমনিতে বহনে বড় হয়। গত বছর ও এম আর শিট ছিল তার সঙ্গে। কেন্দ্র পিছু বাড়তে ৪০ থেকে ৬০ শতাংশ ওএমআর তো ছিলই পাশাপাশি ছিল প্রশ্নপত্র। এছাড়াও ওএমআরকে কনফিডেনশিয়াল বা গোপন নথি হিসেবেই ধরা হয়েছিল। তাই প্রশ্নপত্রের সঙ্গেই তা রাখা হয়।

তবে, এবার থেকে ওএমআরকে আর কনফিডেনশিয়াল ডকুমেন্ট হিসেবে গণ্য করা হবে না। তাই তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য থানার কাস্টডিতে শুধুমাত্র প্রশ্নপত্রই যাবে। ওএমআর যাবে পরীক্ষা কেন্দ্রে। গাড়িও থাকবে আলাদা। তাতে আর সমস্যা হবে না।

প্রসঙ্গত, এবছর প্রায় ১৫ হাজার ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমেস্টার পরীক্ষায় অনুপস্থিত ছিল। তাদের সামনে সুযোগ থাকছে চতুর্থ সেমেস্টার পরীক্ষার সঙ্গে তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলিও দেওয়ার। পাশাপাশি অকৃতকার্য বা খারাপ ফল করা ছাত্রছাত্রীরাও পরীক্ষায় বসতে পারে। ফলে, সব মিলিয়ে সংখ্যাটা ভালোই হবে বলে মনে করছে সংসদ (WBCHSE)।