বাংলা হান্ট ডেস্ক: হয়ে গিয়েছে উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টার। উচ্চ মাধ্যমিকের (WBCHSE) এম সি কিউ পদ্ধতি চালু হওয়ায় কি ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ করছে। এই নয়া পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পার্ট ওয়ান পরীক্ষায় রেকর্ড প্রার্থীর উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে সেই দিকে। জানা যায় চলতি মাসের শেষের দিকে উচ্চমাধ্যমিকের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।
চলতি বছর রেকর্ড অংশগ্রহণে উচ্চ মাধ্যমিক, ফল আসতে পারে অক্টোবরের শেষে (WBCHSE)
সোমবার পরীক্ষা শেষে সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, চলতি বছর এনরোল করিয়েছে ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন। যার মধ্যে অনুপস্থিত ছিল ১০ হাজার ৪৩৭ জন। অর্থাৎ হিসাব করলে অনুপস্থিতির হার মাত্র ১.৫৮%। সূত্রের খবর, কোভিডের সময় বাদ দিলে এই উপস্থিতি ২০১৪ সাল থেকে সর্বোচ্চ। অনুপস্থিতি প্রার্থীরা ফেব্রুয়ারিতে আবার পার্ট ওয়ান পরীক্ষাগুলি সাপ্লিমেন্টারি পরীক্ষা হিসেবে দিতে পারবেন একথা জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পাশাপাশি তিনি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার সম্ভাব্য ফল প্রকাশের দিন ঘোষনা করেছেন।
আরও পড়ুন: চিংড়ি খেলেও স্বাদ অসম্পূর্ণ! এবার পুজোয় বাড়িতে বানান ডাব মুরগির বিশেষ রেসিপি
এই বৈঠকে তিনি বলেন আগামী ৩১ অক্টোবর উচ্চমাধ্যমিকের (WBCHSE) প্রথম সেমিস্টারের ফল প্রকাশ হতে পারে। এছাড়াও তিনি জানান, চলতি বছরের পরীক্ষায় কড়া নজরদারি ও সচেতনতার প্রসারে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সংখ্যা এবার একেবারেই নগণ্য। মাত্র দুজন ছাত্র-ছাত্রী মোবাইল সহ ধরা পড়েছে চলতি বছরের পরীক্ষায়।
২০২৪ সালে ৪১ জন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ধরা পড়েছিল। ১০০ জন অন্যান্য কারণে আরএ-র সম্মুখীন হয়েছিল। কিন্তু সেখানে ২০২৫ সালে মোবাইল সহ ধরা পড়ার ঘটনা আটটিতে নেমে এল অন্যান্য কারণে আর-এ-র সংখ্যা দাঁড়ায় ২৮৮ টি। এর পাশাপাশি এই বছর অন্যান্য বছরের তুলনায় নির্বিঘ্নে উচ্চমাধ্যমিকের (WBCHSE) পরীক্ষা হয়েছে বলে জানান তিনি।
পাশাপাশি তিনি জানান, চলতি বছর বায়োলজি পরীক্ষায় দুটি প্রশ্ন ভুল ছিল। তাই যে কোন উত্তর লিখলেই সেগুলোতে পূর্ণ নম্বর মিলবে। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র দীর্ঘ হওয়ার অভিযোগ স্বীকার করেছে সংসদ। তাই এই ব্যাপারে অবশ্য প্রশ্ন-কর্তাদের দিকেই আঙ্গুল তুলেছে সংসদ সভাপতি। তবে বিভিন্ন সমস্যা ও ভুলভ্রান্তি নিয়ে ২৫ সেপ্টেম্বর রিভিউ মিটিং করবেন বলে জানান সংসদ। তারপরেই সংসদে সমস্ত সদস্যদের নিয়ে বৈঠক করে জমা দেওয়া হবে। আর সেই রিপোর্ট যাবে শিক্ষা দপ্তরে।
এর পাশাপাশি, ওএমআর (OMR) শিটে পরীক্ষা দেওয়া নিয়ে সংসদ একটি ভিডিও তৈরি করে ওয়েবসাইটে আপলোড করেছিল। তাতে তিন লক্ষের বেশি ভিউজ হয়েছে বলেই জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।