বাংলা হান্ট ডেস্ক: বদলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার (WBCHSE) নিয়ম। বার্ষিক নয় শুরু হয়েছে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। গোটা দেশের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরে এ রাজ্যে প্রথম চালু হয়েছে এই সেমিস্টার প্রথা। আর এই বিষয়ে খোদ জানিয়েছিলেন সাংসদ সভাপতি। আজ দুপুর সাড়ে বারোটায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
আজই ফল ঘোষণা! দেখে নিন উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WBCHSE)
২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। এবং এই পরীক্ষা চলেছিল ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত (WBCHSE)। পাশাপাশি এই পরীক্ষা হয় ওই এম আর শিটে। আর এবার একমাস ন দিনের মাথায় এই প্রথম পর্বের ফল প্রকাশিত হচ্ছে।
শুক্রবার দিন বেলা ১২:০০ টায় সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে সভাপতি রেজাল্ট প্রকাশ করবে। পাশাপাশি দুপুর ২ টো থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। কিভাবে দেখবেন তার নিচে দিয়ে দেওয়া হল।

আরও পড়ুন: তেল এক ফোঁটাও নয়! এমন পাঠার মাংস খেলে আঙুল চাটবেন, রেসিপি রইল
- Name of the board: West Bengal Council of Higher Secondary Education
- Name of the exam: Higher Secondary Board Exams (Class 12) 3rd Semester
- Official website: https://wbchse.wb.gov.in
- Result: http://result.wb.gov.in

উপরের দেওয়ার লিংকে আপনার রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার নির্ভুলভাবে টাইপ করবেন। এরপর সর্বশেষে সার্চ বাটনে গিয়ে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ফলাফল স্ক্রিনে দেখা যাবে।
প্রসঙ্গত, গত বছর থেকেই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু হয়েছিল একাদশ শ্রেণির। জাতীয় শিক্ষানীতির অংশ হিসেবে এই নিয়ম চালু করেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। ১২ফেব্রুয়ারি থেকে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। তারপরই ফল প্রকাশ হবে আর তখনই দেওয়া হবে চূড়ান্ত মার্কশিট (WBCHSE)।













